• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ

উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ এপ্রিল ২০১৯, ১৯:০৫
ছবি: বাফুফে

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টের পর্দা উঠেছে। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। প্রথমার্ধের পর ২-০ গোলে এগিয়ে রয়েছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

ম্যাচের ১১তম মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন লাল-সবুজদের ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না। ২৯ মিনিটের মাথায় কর্নার থেকে আসা বলে মাথা লাগিয়ে দলকে আরেক ধাপ এগিয়ে দেন কৃষ্ণা রাণী সরকার।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, ফেডারেশন সাধারণ সম্পাদক আবু নায়েম সোহাগ, কে-স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহাদ করিম, বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেডের (আরটিভি) চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

ওয়াই