• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে আজ বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ এপ্রিল ২০১৯, ১৩:০১
অনুশীলনরত বাংলাদেশ নারী ফুটবল দল

বাংলাদেশ-আরব আমিরাতের মধ্যকার ম্যাচ দিয়ে আজ থেকে ঘরের মাঠে শুরু হচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে দল দুটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, আরটিভি, নাগরিক টিভি ও রেডিও ভূমি। আজকের ম্যাচে অন্যতম ফেভারিট হয়ে মাঠে নামবে বাংলাদেশ।

টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ ছয়টি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে আছে মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস। ‘বি’ গ্রুপে সংযুক্ত আরব-আমিরাত ছাড়াও কিরগিজস্তানকে স্বাগত জানাবে বাংলাদেশ। দুই গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে, তারপর ফাইনাল।

প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশকে ‍টুর্নামেন্টের সবাই ফেভারিট ধরলেও যথেষ্ট সাবধান দলের অধিনায়ক মিসরাত জাহান মৌসুমি। তার মতে, সবাই বাংলাদেশকে ফেবারিট ভাবছে। এটা আমাদের জন্য বড় পাওয়া। কিন্তু পুরো ব্যাপারটিই আমাদের খেলে প্রমাণ করতে হবে।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ। আমিরাতের কোচ হুরাইরা আল তাহেরি অবশ্য ফেবারিটরে প্রশ্নে উত্তর দিয়েছেন একটু অন্যভাবে, খেলা শুরু হলেই বোঝা যাবে কারা চ্যাম্পিয়ন।

অপরদিকে মারিয়া-মান্ডাদের কোচ ছোটন বলেন, আমরা চ্যাম্পিয়ন হতে চাই। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার আগে আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। তাহলে আমাদের আত্মবিশ্বাস বাড়বে।

আরব-আমিরাতের বিপক্ষে অনূর্ধ্ব-১৬ পর্যায়ের খেলাতে তিনবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আগের পরিসংখ্যানের হিসেবে বাংলাদেশ এগিয়ে। এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইয়ে বাংলাদেশ গত বছর জিতেছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে। এছাড়া ২০১৪ সালে ৬-০ ও ২০১৬ সালে জয় এসেছিল ৪-০ গোলে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল
রুপনা চাকমা, মাহমুদা আক্তার, মাসুরা পারভিন, নার্গিস খাতুন, আঁখি খাতুন, শিউলি আজিম, মিসরাত জাহান মৌসুমী, শামসুন্নাহার, নিলুফার নিলা, নাজমা আক্তার, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, রত্না, মার্জিয়া, রাজিয়া খাতুন, সানজিদা আক্তার, সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রানী সরকার, শামসুন্নাহার, সাজেদা খাতুন, তহুরা খাতুন ও মোসাম্মাৎ সুলতানা।

এএ/পি

মন্তব্য করুন

daraz
  • বঙ্গমাতা গোল্ডকাপ ২০১৯ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
টিভিতে আজকের খেলা
‘ফুটবলের উজ্জ্বল তারকারা অবশ্যই ফর্মে ফিরবে’
X
Fresh