• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘কঠোর পরিশ্রম ও পৃষ্ঠপোষকতায় ফুটবলের মহামঞ্চে আসবে বাংলাদেশ’

কুশল ইয়াসির

  ১১ এপ্রিল ২০১৯, ১৯:৩১
আরটিভির স্টুডিতে জেসিকা হার্তাদো ও ক্যাথরিন ফ্যাবিওয়ালা

জাতীয় দলের হয়ে খেলেছেন। নিজেদের ঘরোয়া লিগের পাশাপাশি সুইডেন ও জার্মান লিগও মাতিয়েছেন ক্যাথরিন ফ্যাবিওয়ালা ও জেসিকা হার্তাদো। রয়েছে বিশ্বকাপ ও অলিম্পিকের মতো বড় আসরে মাঠ মাতানোর অভিজ্ঞতা। নিজেদের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের উত্থান-পতনের গল্প শোনাতে কলম্বিয়ার দুই নারী অবস্থান করছেন ঢাকায়। লক্ষ্য বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ দলের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা শেয়ার করা। টুর্নামেন্টটির সম্প্রচারের দায়িত্বে রয়েছে বেঙ্গল মিডিয়া করপোরেশন (আরটিভি)। আর তাই বৃহস্পতিবার কারওয়ান বাজারে আরটিভির অফিস পরিদর্শনে এসেছিলেন দুজন।

দক্ষিণ আমেরিকার দেশটির হয়ে বিশ্বকাপ মাতিয়েছেন ক্যাথরিন। অন্যদিকে অলিম্পিকে অংশ নিয়েছেন জেসিকা। উভয়েরই রয়েছে ইউরোপের একাধিক লিগে খেলার অভিজ্ঞতা। বর্তমানে ক্যাথরিন খেলা চালিয়ে গেলেও জেসিকা অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতে। সেখানে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর একটি প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছেন। নাম রোনালদিনহো সকার অ্যাকাডেমি।

তার আগেই জেসিকা ‘অপর্চুনিটি থ্রু স্পোর্টস’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এর মাধ্যমে বিশ্বের নানা প্রান্তে থাকা খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিতে পারে।

আলাপকালে জেসিকা জানিয়েছেন, বংশগতভাবে কলম্বিয়ান হলেও ছোট থেকেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বড় হয়েছেন তাই ইংরেজিতে কথা বলতে পারেন। অন্যদিকে ক্যাথরিন ইংরেজি কিছু বুঝলেও স্প্যানিশেই কথা বলেন। আলোচনায় জেসিকা দোভাষী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ক্যাথ স্বভাবত কিছুটা লাজুকও। মনে হচ্ছিল, বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের প্রতিচ্ছবি। যারা কথায় কম খেলায় নিজেদের প্রমাণ করতে বেশি আগ্রহী।