• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নারী ফুটবলে প্রেরণা যোগাতে ঢাকায় বিশ্বকাপ তারকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ এপ্রিল ২০১৯, ২০:৩১
হলুদ জার্সিতে ক্যাথরিন ফ্যাবিওয়ালা

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রচারণার অংশ হিসেবে বুধবার ঢাকা এসেছেন কলম্বিয়ার হয়ে নারী বিশ্বকাপ মাতানো ক্যাথরিন ফ্যাবিওয়ালা। এসেছেন দেশটির সাবেক নারী ফুটবলার ও সংগঠক জেসিকা হার্তাদোও।

২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। চলবে তিন মার্চ পর্যন্ত। এতে বাংলাদেশসহ মঙ্গোলিয়া, তাজাকিস্তান, লাওস, সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তানের অনূর্ধ্ব ১৯ জাতীয় মহিলা ফুটবল দল অংশগ্রহণ করবে।

কিশোরীদের নিয়ে আন্তর্জাতিক এই টুর্নামেন্টকে ভিন্নমাত্রা দিতে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নারী ফুটবল জাগরণের জন্য এই দুইজন ফুটবল বিশেষজ্ঞকে নিয়ে আসা হলো।

এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক বলেন, তিন দিনের জন্য ঢাকা আসবেন। এই সময়ে তারা টুর্নামেন্টের প্রচারণাসহ ও বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে সময় কাটাবেন।