• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

শেষ মুহূর্তে গোল করেও সেমিবঞ্চিত মরিশাস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ জানুয়ারি ২০২০, ১৯:০০
Bangabandhu Gold Cup
বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনা নিশ্চিত করেছে সেশেলস, ছবি: সংগৃহীত

নাটকীয় ম্যাচে যোগ করা সময়ে সমতায় ফিরেও সেমিফাইনালে ওঠা হলো না মরিশাসের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলে মরিশাসের সঙ্গে ২-২ গোলে ড্র করে গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ চারে উঠলো সেশেলস।

এর আগে গ্রুপ পর্বে বুরুন্দির বিপক্ষে মরিশাস হেরেছিল ৪-১ গোলে। অন্যদিকে একই দলের বিপক্ষে সেশেলসকে হারতে হয়েছিল ৩-১ গোলে। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার শুরু থেকে প্রাধান্য দেখানোর চেষ্টা করে সেশেলস।

১৮ মিনিটে জার্ভিস ওয়ে-হাইভের গোলে এগিয়ে যায় তারা। ২৮ মিনিটে ব্যাবধান দ্বিগুণ করেন পেরি মনিয়েই।

পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে উজ্জীবিত ফুটবল খেলে মরিশাস। ৬৬ মিনিটে এক গোল শোধ দেন জ্যাসন ফেরে। আর যোগ করা সময়ে মরিশাসকে সমতায় ফেরান অ্যাদ্রিয়েন ফ্রানকোইস।

বাকি সময় আর গোল না হওয়ায় সেমিফাইনালে ওঠার আনন্দে মাতে সেশেলস। বুধবার প্রথম সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ফিলিস্তিন।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • বঙ্গবন্ধু গোল্ডকাপ ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্লে-অফ নিশ্চিতের ম্যাচে কুমিল্লার সামনে বড় লক্ষ্য
বরিশালের কাছে হেরে সিলেটের বিদায়
সেমিফাইনালে যেতে বাংলাদেশের যে ‘অসম্ভব’ সমীকরণ
নেপালের বিপক্ষে দাপুটে জয়ে সেমির লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ
X
Fresh