• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ ৩- ০ শ্রীলঙ্কা

সেমিফাইনালে বাংলাদেশ, নায়ক মতিন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জানুয়ারি ২০২০, ১৯:০০
bangabandhu gold cup

ফিলিস্তিনের বিপক্ষে হারের পর বাংলাদেশ একাদশে চার পরিবর্তন আসে। অধিনায়ক চোটের কারণে মাঠে নামতে পারেননি জামাল ভূঁইয়া। মহাগুরুত্বপূর্ণ ম্যাচের শুরুতেই বড় ধরনের আঘাত পেলেন রিয়াদুল হাসান। বেশকিছুক্ষণ মাটিতে লুটিয়ে থাকার পর পুরো ম্যাচ খেলেছেন মাথায় ব্যান্ডেজ নিয়েই। ১৭তম মিনিটে মতিন মিয়ার পা থেকে আসে প্রথম সফলতা। মিডফিল্ডার মানিক হোসেন মোল্লার দেয়া বলটি প্রতিপক্ষের জালে জড়াতে ভুল করেননি এই ফরোয়ার্ড।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।
প্রথমার্ধের পুরো সময়টা বলের দখল ছিল স্বাগতিকদের। ১-০তে এগিয়ে থেকেই বিরতিতে যায় লাল-সবুজরা।

ম্যাচের ৬৪তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ আসে। দলের ও নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন ২১ বছর বয়সী মতিন। মাঝ মাঠ থেকে প্রতিপক্ষের ডিফেন্ডারকে একাই পরাস্থ করে এগিয়ে যেতে থাকেন বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত দুর্দান্ত এক গোল আদায় করে নেন তিনি।

ম্যাচের ৭৫তম মিনিটে আরেকটি সুযোগ এসেছিল এগিয়ে যাওয়ার। মামুনুল ইসলামের কর্নার কিক তপু বর্মণের মাথায় লেগে ফিরে আসে। এরপর আবারও বল পেয়ে হেড করলেও সাদ উদ্দিনের জন্য অফ সাইডে বাতিল হয় গোলটি।