• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু গোল্ডকাপ

‘ডু অর ডাই’ ম্যাচের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জানুয়ারি ২০২০, ১২:৫০
Jamal Bhuyan
ছবি- সংগৃহীত

বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের গ্রুপ পর্বের নিজের শেষ ম্যাচে রোববার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ের এই ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়।

বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন কাছে ২-০ গোলে অনেকটা চাপে জেমি ডে’র শিষ্যরা। আসরে ঠিকে থাকতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের কাছে।

পেছনের ভুল শোধরে বড় ব্যবধানে জিতেই সেমিফাইনালে উঠতে চায় স্বাগতিকরা। যদিও ফিফা র‌্যাংকিংয়ে ২০৫ নম্বরে শ্রীলঙ্কা। তবে এই ম্যাচে নামার আগে লাল-সবুজদের জন্য সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে একাদশে পাওয়া যাচ্ছে না জামাল ভূঁইয়াকে।

টিম ম্যানেজমেন্ট সূত্র জানাচ্ছে, ফিলিস্তিনের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ঊরুতে চোট পান বাংলাদেশ অধিনায়ক। এই কারণে অনুশীলনও করতে পারেননি। ব্যথা সেরে না ওঠায় লঙ্কানদের বিপক্ষে পাওয়া যাচ্ছে না তাকে।

এদিকে নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত অতিরিক্ত সময় ২-০ গোলে হারে লঙ্কানরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততে চায় গোল্ডেন লায়নরা।

যদিও আন্তর্জাতিক ফুটবলের সবশেষ আট ম্যাচে জয় নেই একটিতেও।

তবে বঙ্গবন্ধু গোল্ডকাপে অতিথিদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ লঙ্কানরা। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ ম্যাচে জয় চায় সফরকারীরা।

এই ম্যাচে যে দল জিতবে তারাই যাবে সেমিফাইনালে। ‘এ’ গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিলিস্তিন।

টুর্নামেন্টের প্রতিটি খেলা সরাসরি দেখাচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বঙ্গবন্ধু গোল্ডকাপ ২০২০ এর পাঠক প্রিয়
X
Fresh