• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু গোল্ডকাপ

মাঠে দর্শকদের সমর্থন চান বাংলাদেশ অধিনায়ক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জানুয়ারি ২০২০, ১৮:৪৩
bangabandhu gold cup live
ছবি- জামাল ভূঁইয়ার ফেসবুক থেকে

বুধবার মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সপ্তম আসর। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকেল পাঁচটায়। সরাসরি সম্প্রচার করবে আরটিভি। প্রতিপক্ষ শক্তিশালী হলেও, ভাল করতে আত্মবিশ্বাসী স্বাগতিক কোচ জেমি ডে। আর সমর্থকদের মাঠে েএসে খেলা দেখার আহ্বান জানিয়েছেন লাল-সবুজদের অধিনায়ক জামাল ভূঁইয়া।

কয়েক দফা পেছানোর পর, নানা বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে শুরু হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের মাঠের লড়াই। আয়োজনে নানা দুর্বলতা থাকলেও, বেশ ঘটা করেই র‌্যালি করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সভাপতি কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বে বাফুফে ভবন থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে গিয়ে শেষ হয় র‌্যালিটি।

দলগুলোর অবশ্য মাঠের বাইরের কর্মকাণ্ডে আগ্রহ নেই। নিবীর অনুশীলনে শেষবারের মতো নিজেদের প্রস্তুত করেছে ফিলিস্তিন। শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় পা রেখেছে যুদ্ধাহত দেশটি। তবে স্কোয়াডে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে মাত্র আটজনের। তারুণ্যে আস্থা রেখেই স্বাগতিকদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফিলিস্তিন কোচ মাকরাম দাবুব।

এই চ্যালেঞ্জ উৎড়ানোর সক্ষমতা প্রমাণ করতে হবে স্বাগতিকদের। বিশ্বকাপ বাছাইয়ে দারুণ খেললেও এসএ গেমসে অভাবিত ভরাডুবির পর চীড় ধরেছে বাংলাদেশ দলের আত্মবিশ্বাসে। খেলোয়াড়দের তৈরি করতে পর্যাপ্ত সময়ও পাননি প্রধান কোচজেমি ডে। ফেডারেশন কাপের ক্লান্ত শিষ্যদের ছবক দিয়েছেন মাত্র পাঁচ দিনের ক্যাম্পে। তবুও কৌশলে কার্যসিদ্ধির আশাবাদ কোচের কণ্ঠে।

‘দেশের সম্মান রক্ষায় মাঠে নামব আমরা। নিজেদের সেরাটা দিয়ে লক্ষ্য থাকবে সেমিফাইনালে খেলার।’ বলেন, জেমি ডে।

অন্যদিকে খেলোয়াড়দের সাহস দিতে, মাঠে গিয়ে সমর্থকদের খেলা দেখার আহ্বান স্বাগতিক অধিনায়ক জামাল ভূঁইয়ার।

‘আমি চাই মানুষ যেনো স্টেডিয়ামে আসে। তারা যদি বাংলাদেশ জাতীয় দলকে সমর্থন দিতে মাঠে আসে, আমি অনেক খুশি হবো। আশা করি, আমরাও তাদের ভালো কিছু দিতে পারবো।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বঙ্গবন্ধু গোল্ডকাপ ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৪ সালে যেসব ম্যাচ খেলবে ফুটবল দল 
X
Fresh