• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘তপু বর্মণ দলের অন্যতম মূল ভরসা’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জানুয়ারি ২০২০, ১৯:১৪
bangabandhu gold cup
২০১৮ সালে সাফ ফুটবলে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক হেডে গোল করেন তপু বর্মন || ফাইল ছবি

বঙ্গবন্ধু গোল্ডকাপের বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগামী ১৫ জানুয়ারি বুধবার পর্দা উঠছে টুর্নামেন্টের। তার আগে প্রস্তুতি চলছে পুরোদমে। শনিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে অনুশীলনের পর কথা বলেছেন, জাতীয় দলের ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। জানিয়েছেন, জাতীয় দলের সব শেষ হালচাল।

‘ফিলিস্তিন অনেক শক্তিশালী দল। তাই বলে এই নয় যে আমরা হাল ছেড়ে দিব। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ভিডিও সেশনে কোচ বিস্তারিত সব তুলে ধরবেন যা আমাদের জন্য সহজ হবে।’

টুর্নামেন্টের প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে কেমন ফল চায় বাংলাদেশ?

‘যারা খেলবেন সবাই ভালো করতে প্রস্তুত। আসলে পুরো দলই ভালো ফল আনতে চায়। আমাদের লক্ষ্য হচ্ছে ড্র করা। ফিলিস্তিনের মতো দল শক্তির দিক দিয়ে অনেক এগিয়ে, তাই ড্রই আমাদের লক্ষ্য।’

মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে ভালো করার মন্ত্রও জানালেন বসুন্ধরার এই ফুটবলার।

‘ডিফেন্স, মিডফিল্ড ও অ্যাটাকিং বিভাগের সমন্বয়ই আসলে মূল বিষয়।’ যোগ করেন তিনি।

দীর্ঘদিন পর জাতীয় দলের সঙ্গে দেখা যাচ্ছে তপু বর্মণকে। ২৩ সদস্যের প্রাথমিক দলে রয়েছে তার নাম। ২০১৮ সাফ ফুটবলে পর পর দুই ম্যাচে গোল করে তারকা বনে যান তপু। ভুটানের বিপক্ষে পেনাল্টিতে গোল দিয়ে সবাইকে অবাক করেন এই সেন্ট্রাল ডিফেন্ডার। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ এক গোল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বাংলার সার্জিও রামোস’ হিসেবে উপাধি পেয়ে যান।

সবশেষ গেল বছর মার্চে কলোম্বিয়ার বিপক্ষে তপু ছিলেন জাতীয় দলের স্কোয়াডে। এরপর ঘরোয়া ফুটবলে আবাহনীর হয়ে অনুশীলন করতে গিয়ে বড় ধরনের ইনজুরিতে পড়তে হয়। এরপর যেতে হয়ে চিকিৎসকের ছুরি-কাচির নিচে। বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকার পর ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের হয়ে ফিরেছেন মাঠে। এরপরই বঙ্গবন্ধু গোল্ডকাপের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। এই নিয়ে ক্লাব সতীর্থ সুশান্তও উচ্ছ্বসিত।

সুশান্ত ত্রিপুরা জানালেন, দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ তপু। জাতীয় দলে ফেরায় দল আরও শক্তি পাবে। তপু বর্মণ আমাদের দলের অন্যতম মূল ভরসা। তপু দা দলে থাকাটাই আমাদের জন্য প্লাস পয়েন্ট।’

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • বঙ্গবন্ধু গোল্ডকাপ ২০২০ এর পাঠক প্রিয়
X
Fresh