• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু গোল্ডকাপ: বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা-ফিলিস্তিন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ জানুয়ারি ২০২০, ১৪:৫৭
বঙ্গবন্ধু গোল্ডকাপ: বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা-ফিলিস্তিন
ছবি- সংগৃহীত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের সপ্তম আসর চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

ছয় দলকে দুই গ্রুপে ভাগ করে আয়োজন করা হচ্ছে এবারের আসর।

টুর্নামেন্টের অংশগ্রহণকারী দলগুলো হলো- আফ্রিকার দেশ মরিশাস, সেশেলস আইল্যান্ড, বুরুন্দি, এশিয়ার দেশ শ্রীলঙ্কা এবং গেল আসরের চ্যাম্পিয়ন ফিলিস্তিন।

'এ' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। অন্যদিকে গ্রুপ 'বি'তে মরিশাস, সেশেলস আইল্যান্ড ও বুরুন্দি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ- সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শিদী, স্পন্সর প্রতিষ্ঠান কে স্পোর্টসের সিইও ফাহাদ এম করিম, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, ফিফা কাউন্সিল মেম্বার মিস মাহফুজা আক্তার কিরন ও বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • বঙ্গবন্ধু গোল্ডকাপ ২০২০ এর পাঠক প্রিয়
X
Fresh