• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

গেইলের ঝড়ো ব্যাটিংও বড় লক্ষ্য দিতে পারেনি রাজশাহীকে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জানুয়ারি ২০২০, ২০:২১
গেইলের ঝড়ো ব্যাটিংও বড় লক্ষ্য দিতে পারেনি রাজশাহীকে
ছবি- সংগৃহীত

মোহাম্মদ ইরফানের বলে জিয়াউর রহমান মাত্র ৬ (১২) রানে বোল্ড হয়ে ফেরার পর ক্রিস গেইল রীতিমত ঝড় তোলেন শের ই বাংলা স্টেডিয়ামে। গেইলের ব্যাটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শুরুটা দারুণ হলেও শেষ পর্যন্ত সেটি ধরে রাখতে পারেনি রাজশাহী রয়ালসের বোলিং তোপের সামনে।

দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দুই দলেরই বাঁচা-মরার ম্যাচ। যে দল জিতবে তারাই উঠবে ফাইনালে। সন্ধ্যায় এমন সমীকরণে রাজশাহী টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চট্টগ্রামকে।

ক্রিস গেইল ২৪ বলে ৬০ রান (ছয়টি চার ও পাঁচটি ছয়) করে ফেরার পরও মাহমুদউল্লাহ রিয়াদ একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকাচ্ছিলেন আন্দ্রে রাসেল, কামরুল রাব্বীদের।

কিন্তু রিয়াদও টিকতে পারলেন না বেশিক্ষণ। প্রথম দশ ওভারে ১১ গড়ে রান আসলেও শেষ পর্যন্ত ২০ ওভার শেষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৬৪ রান।

শেষদিকে আসিলা গুনারত্নের করেন ২৫ বলে ৩১ রান। রাজশাহীর পক্ষে ২টি করে উইকেট নেন ইরফান ও মোহাম্মদ নেওয়াজ। ১টি করে উইকেট নেন আন্দ্রে রাসেল, আফিফ হোসেন ও অলক কাপালি।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • বঙ্গবন্ধু বিপিএল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্লে-অফের আশা জিইয়ে রাখলো সিলেট
X
Fresh