• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘জীবন তো মাত্র শুরু’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জানুয়ারি ২০২০, ১৯:০০
Chris Gayle
অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার ক্রিস গেইল || ছবি- সংগৃহীত

ক্রিকেট নিয়ে যে নূন্যতম ধারণা রাখে তার কাছে অন্তত ক্রিস গেইল অচেনা নয়। বয়স চল্লিশ ছুঁলেও গেইল যেন ফুরিয়ে যাননি এখনও। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো চষে বেড়াচ্ছেন এখনও। আইপিএল, বিপিএল, পিএসএল, বিগ-ব্যাশ, কানাডা টি-টোয়েন্টি, টি-টেন লিগ কোনোটাই বাদ রাখেননি এই ক্যারিবীয় ওপেনার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ৫৮ ম্যাচ খেললেও ঘরোয়া টি-টোয়েন্টি লিগগুলোতে ৪০১ ম্যাচ খেলে ফেলেছেন। দীর্ঘ এই ক্যারিয়ারে ৩৮.১৮ গড়ে করেছেন ১৩ হাজার ১৭৫ রান। রয়েছে ২২টি শতকের সঙ্গে ৭০টি অর্ধশতক। উইকেট আছে ৮০টি।

ক্যারিয়ার এতটাই সমৃদ্ধ যে, নিজেকে ‘ইউনিভার্সাল বস’ নাম দিতেও কার্পণ্য করেননি গেইল। বিপিএল খেলতে এসে বলেই দিলেন, ইউনিভার্সাল বস একজনই হয়।

‘ক্রিকেট বিশ্বে ক্রিস গেইল এবং ইউনিভার্সাল বস একজনই । সবসময় এটা একজনই হবে। যদি তুমি আমাকে জিজ্ঞেস করো আমি বলব, এখানে আমার মতো কেউই নেই।’