• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গেইল তো আর সব ম্যাচে একশ করবে না: তাইজুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ জানুয়ারি ২০২০, ১৭:১৯
গেইল তো আর সব ম্যাচে একশ করবে না: তাইজুল
ছবি- সংগৃহীত

সোমবার দুপুরে বাংলাদেশে পা রেখেছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। এবারের বঙ্গবন্ধু বিপিএলে গেইলের খেলা নিয়ে ছিল সংশয়। ড্রাফটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাকে দলে ভেড়ালেও বিবিপিএল শুরুর কদিন আগে করে বসেন বিস্ফোরক এক মন্তব্য।

‘আমি বিগ-ব্যাশও খেলছি না। এই সময়টায় পরিবারকে সময় দিতে চাই। কিন্তু বিপিএলের ড্রাফটে আমার নাম কিভাবে এলো সেটা আমি জানিনা।’

গেইলের এমন মন্তব্যের পর জল ঘোলা কম হয়নি। শেষ পর্যন্ত ইউনিভার্সাল বস খ্যাত গেইল এসেছেন বিপিএল মাতাতে।

আগামীকাল রাজশাহী রয়ালসের বিপক্ষে ম্যাচ রয়েছে গেইলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। এরমধ্যে রাজশাহী নিশ্চিত করেছে প্লে-অফ পর্বে খেলা। সমান ১৪ পয়েন্ট নিয়ে চট্টগ্রামও নিশ্চিত করেছে প্লে-অফ।

কালকের ম্যাচটা তাই বড় ম্যাচের আখ্যা পেতেই পারে। কেন না, পয়েন্ট টেবিলে এক আর দুই নম্বরের খেলা বলে কথা।

কিন্তু গেইলকে ভয় পাওয়ার কিছু নেই বলে জানিয়ে দিলেন রাজশাহীর স্পিনার তাইজুল ইসলাম। তাইজুল বলেন, সে (গেইল) তো আর সব ম্যাচেই একশ মারবে না।

‘গেইলে এসেই যে প্রত্যেক ম্যাচে ১০০ করবে তা কিন্তু না, গেইল শূন্য রানেও আউট হয়েছে। তারপরও বড় প্লেয়ার তাদেরকে অবশ্যই সম্মান করা উচিত। হয়তোবা সে যদি দাঁড়াই যে খেলা একরকম হবে, আর তাড়াতাড়ি আউট হলে অন্যরকম।’

এরিমধ্যে রাজশাহী রয়ালস খেলে ফেলেছে দশটি ম্যাচ। যেখানে তাইজুলের খেলা হয়েছে ছয়টি ম্যাচ। বাকি চার ম্যাচের একাদশে সুযোগ না পাওয়াইয় দুষছেন নিজেকে।

‘এটা আমাদের স্পিনারদের ব্যর্থতা আমরা ভালো করতে পারছিনা। বিগত দিনে যে এরকম উইকেটে খেলা হয়নি তা কিন্তু না, হয়তো কম হয়েছে। তারপরও আমি ব্যর্থতা বলবো। তাতো অবশ্যই শেষের দিকেও যদি স্পিনাররা ভালো করে তা অবশ্যই একটা শেপে আসবে যা সবার জন্যই ভালো।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • বঙ্গবন্ধু বিপিএল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্লে-অফের আশা জিইয়ে রাখলো সিলেট
X
Fresh