• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

খুলনাকে হারিয়ে এক নম্বরে উঠল ঢাকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জানুয়ারি ২০২০, ১৮:৩২
খুলনাকে হারিয়ে তিনে উঠল ঢাকা

মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে ঢাকাকে হারিয়ে দিচ্ছিল খুলনা। কিন্তু জয় থেকে মাত্র ২৪ রান দূরে থাকতে বল শূন্যে ভাসিয়ে সাজঘরে ফেরেন মুশফিক। তাতেই জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় খুলনা টাইগার্সের। যেন তীরে এসে তরী ডোবালেন।

সিলেটে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে খুলনাকে ১৩ রানে হারিয়ে পয়েন্ট তালিকায় এক নম্বরে উঠে এলো ঢাকা প্লাটুন।

বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে খানিক দেরি হয়। দুপুরে টস জিতে খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ঢাকা প্লাটুনকে।

ব্যাট করতে নেমে ঢাকার ধীর ব্যাটিংয়ে দেড়শ রানের আগেই আটকে যাবার উপক্রম। সেখানে শেষ দিকে আসিফ আলীর ১৩ বলে ৩৯ রানের তাণ্ডবে ম্যাচে ফিরে ঢাকা।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১৭২ রান তোলে ঢাকা। খুলনার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মোহাম্মদ আমীর।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা টাইগার্স। রিলে রুশো-রাবি ফ্রাইলিঙ্কদের ব্যর্থতার মাঝেও একাই জয়ের স্বপ্ন দেখাতে থাকেন মুশফিক।

যদিও তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি কেউই। মুশফিকের ব্যাটে আসে ৩৩ বলে ৬৪ রান। তার ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছয়।

ঢাকার হয়ে ৪ উইকেট নেন পেসার হাসান মাহমুদ। এছাড়া ১টি করে উইকেট নেন মাশরাফি বিন মুর্তজা, শাদাব খান ও থিসারা পেরেরা।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • বঙ্গবন্ধু বিপিএল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্লে-অফের আশা জিইয়ে রাখলো সিলেট
X
Fresh