• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টানা দুই ম্যাচে কী ঝড়ে বক মারল মেহেদী?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৫
টানা দু’দিন কী আর ঝড়ে বক মরে!
মেহেদী হাসান

উপরে ব্যাট করার সুযোগ পেয়ে টানা দুই ম্যাচেই চমক দেখিয়েছেন মেহেদী হাসান। দুর্দান্ত সব শট, যেন পুরাদস্তুর ব্যাটসম্যান। গতকাল কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ৫৯ রানের ইনিংস খেলার পর আজ সিলেট থান্ডারের বিপক্ষে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দুই ম্যাচেই পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

বলা যায়, তার নৈপুণ্যেই টানা দুই ম্যাচে জয় পেয়েছে ঢাকা প্লাটুন। পয়েন্ট টেবিলেও জায়গা করে নিয়েছে দুই নম্বরে। সতীর্থদের প্রশংসার সঙ্গে পাচ্ছেন সমর্থকদেরও প্রশংসা।

কিন্তু তরুণ মেহেদী এখনই এতো প্রত্যাশার চাপ নিতে নারাজ বলে জানিয়ে দিলেন গণমাধ্যমে।

গতকাল ম্যাচসেরা হবার পর মেহেদীকেই পাঠানো হয় সংবাদ সম্মেলনে। সেখানে তিনি জানান, ‘ভেল্যুলেস’ বলেই আগে নামানো হয়েছিল তাকে কিন্তু ম্যাচে সাতটি বাউন্ডারিতে বোকা বানান সবাইকে।

বলা যায়, একদিন ঝড়ে বক মরতেই পারে। অস্বাভাবিক কিছু না কিন্তু আজ? পরপর দু’দিন তো আর ঝড়ে বক মরার কথা না।

মেহেদী আজও একই পজিশনে নামেন ব্যাট করতে। তামিম ইকবালের সঙ্গে ৮৭ রানের জুটি গড়ে তুলে নেন অর্ধশতক। আজকের ইনিংসেও ছিল তিনটি ছয়ের সঙ্গে পাঁচটি চার।

আজকে তবে ভেল্যুলেস শব্দটাকে ঘুরিয়ে দিলেন নিজেও। প্রমাণ করলেন, তিনি ভেল্যুলেস নন।

‘কালকে ভালো খেলায় আজও একই পজিশনে ব্যাট করার সুযোগ পেয়েছি। ব্যাট করতে নেমে মনে হয়েছিল আমি দায়িত্ব নিতে পারব।’

প্রথম শ্রেণির ক্রিকেটেও মেহেদী হাসানের রয়েছে ৫টি শতক ও ১১টি অর্ধশতক। এছাড়া লিস্ট ‘এ’ ম্যাচে ১টি শতকের সঙ্গে রয়েছে ৩টি অর্ধশতকের ইনিংস।

এমআর/সি

মন্তব্য করুন

daraz
  • বঙ্গবন্ধু বিপিএল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্লে-অফের আশা জিইয়ে রাখলো সিলেট
X
Fresh