• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

তামিমকে নিয়ে কোনও ঝুঁকি নয়: ঢাকার কোচ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৮
Bangabandhu BPL
ছবি- সংগৃহীত

বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ নিয়ে বিতর্ক কম নেই। উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে গণমাধ্যম-কর্মীদের খাবার কোনটাতেই স্বস্তি নেই। স্বস্তি নেই বঙ্গবন্ধু বিপিএলের সূচি নিয়েও। ঢাকায় প্রথম পর্বে যে চারদিন খেলা হয়েছে তার শেষ দিনই খেলতে হয়েছে ঢাকা প্লাটুনকে। চট্টগ্রামে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকেও খেলতে হবে চারটি ম্যাচ একদিন বিরতি দিয়ে।

এর তিন ম্যাচের দুটিতে জেতা চট্টগ্রাম চায়, ঘরের মাঠে শতভাগ সাফল্য নিয়ে ঢাকায় ফিরতে। অন্যদিকে, সিলেটের অবস্থা একেবারেই নড়বড়ে। প্রথম তিন খেলায় জয় নেই তাদের। চট্টগ্রাম পর্বে জয় পেতে মরিয়া মোসাদ্দেক-মিঠুনরা।

এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা প্লাটুনের ওপেনার তামিম ইকবাল। পেসার হাসান মাহমুদ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা চট্টগ্রাম গেলেও অনুশীলনে যাননি দলের সঙ্গে।

দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন দুষছেন টানা ম্যাচকে। মঙ্গলবার গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।

‘টি-টোয়েন্টি কিন্তু অনেক চাপের খেলা। টানা তিনটা ম্যাচ খেলা সহজ না টুর্নামেন্টের শুরুতে। সূচিটা আরেকটু বেটার হলে ভালো হতো। এখন তো চিন্তা করে কোনও লাভ নেই। তামিমের আজকে জ্বর, হাসান মাহমুদেরও জ্বর আসছে আসছে ভাব। এখন জানি না কী হবে। যে কারণে খেলোয়াড়দের একটু বিশ্রাম দিলে ভালো হতো।’

এদিকে দীর্ঘ চার মাস পর ক্রিকেটে ফিরেও দুর্দান্ত খেলছেন তামিম ইকবাল। দল তাকে পরের ম্যাচেও চাইবে। তামিমও মুখিয়ে আছেন খেলার জন্য।
ঢাকা কেবল তিন ম্যাচ খেলেছে। বাকি আছে আরও বেশ কয়েকটি ম্যাচ। তামিমকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছেন না কোচ সালাহউদ্দিন।

‘তামিমের না থাকা যেকোনো দলের জন্য অবশ্যই বড় ক্ষতি। আমাদের দলের প্রধান ব্যাটসম্যান সে। সে চাইলে খেলতে পারে কিন্তু এখনি তাকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছি না আমরা।’

১৮ তারিখে ম্যাচের পর চট্টগ্রামে বাকি দুই ম্যাচ ২৩ ও ২৪ ডিসেম্বর খেলবে ঢাকা। এর মাঝে চার দিন সময় পাবে তামিম-মাশরাফিরা।

মূলত এই কারণেই তামিমকে বুধবারের ম্যাচে নামিয়ে ঝুঁকি নিতে চান না সালাহউদ্দিন।

‘যেহেতু আমাদের পরবর্তী ম্যাচ একটু দেরিতে আছে। যতটুকু জানি তামিম যদি একটু সুস্থ ফিল করে পারলে সে কালকের ম্যাচটাও খেলতে চাইবে। আমার মনে হয় টুর্নামেন্ট অনেক লম্বা। এত তাড়াতাড়ি খেলানোর ঝুঁকি নেয়া ঠিক হবে না। আর দুই দিন যাক, পরে বোঝা যাবে। আমাদের পরবর্তী ম্যাচ ২৩, ২৪ তারিখ। লম্বা একটা বিরতি থাকবে। তখন সে যদি সুস্থ ফিল করে তখন হয়তো খেলবে।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বঙ্গবন্ধু বিপিএল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh