• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জয়টাই আক্ষেপ ঘোচাবে মুশফিকের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ ডিসেম্বর ২০১৯, ১৭:০২
ছবি- সংগৃহীত

এত কাছে সেঞ্চুরি না তুলতে পারার আক্ষেপ হয়ত থাকবে মুশফিকুর রহিমের। তবে দল জিতেছে লম্বা রান তাড়া করে সেটিই বড় বিষয় খুলনা টাইগার্সের অধিনায়কের কাছে। বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে রাজশাহী র‌য়্যালস বিপক্ষে ৫ উইকের জয় পেয়েছে টাইগার্সরা।

মঙ্গলবার রাজশাহীর দেয়া ১৯০ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শতকের খুব কাছে চলে যান মুশফিক। জয়ের দ্বারপ্রান্তে এসে ৫১ বলে ৯৬ রানের ইনিংস খেলে বিদায় এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। চারটি ছক্কা ও নয়টি চার মেরে ইনিংসটি সাজান তিনি।

মুশি ফিরে যাবার পর দুই বল ও পাঁচ উইকেট হাতে রেখে চার মেরে ১৯২ রান তুলে নেন রবি ফ্রাইলিঙ্ক। ৬ বলে ১৪ রান করে অপরাজিত ছিলেন দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার। তার সঙ্গে ক্রিজে ছিলেন কোন বল না খেলা শহিদুল ইসলাম।

এর আগে সামসুর রহমান শুভ ২০ বলে ২৯ রানের ইনিংস খেলেন। এছাড়া মুশফিকুর রহিমের সঙ্গে ৭২ জুটি গড়ে ব্যক্তিগত ৪২ রানে আউট হন প্রোটিয়া তারকা রাইলি রুশো।

রাজশাহী রয়্যালসের হয়ে আন্দ্রে রাসেল দুটি উইকেট তুলেন আন্দ্রে রাসেল। একটি করে উইকেট শিকার করেন রবি বোপারা, আফিফ হোসেন ও কামরুল ইসলাম রাব্বি।

এর আগে খুলনা জার্সিতে ব্যাট হাতে ৮৭ রানের ইনিংস খেলেন শোয়েব মালিক। রবি বোপানা ৪০ রান করেন।

খুলনার হয়ে দুটি উইকেট শিকার করেন মোহাম্মদ আমির। একটি করে উইকেট তুলেন ফ্রাইলিঙ্ক ও শহিদুল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বঙ্গবন্ধু বিপিএল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্লে-অফের আশা জিইয়ে রাখলো সিলেট
X
Fresh