• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

আফ্রিদি ছাড়াই মাঠে নেমেছে ঢাকা প্লাটুন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৪
bangabandhu bpl 2019
ছবি- সংগৃহীত

প্রথম ম্যাচে শূন্য রানে বিদায় নিয়ে ক্যারিয়ারের শততম ডাকের রেকর্ড গড়েছিলেন শহিদ আফ্রিদি। ৩ ওভার বল করে ২৫ রান খরচ করেন। পরের ম্যাচে ২ বলে চার রান করে মাঠ ছাড়েন। এই ম্যাচে ৩ ওভার বল করেছেন এই স্পিনিং অলরাউন্ডার। রান দিয়েছেন ২৪। বঙ্গবন্ধু বিপিএলের নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে ঢাকা প্লাটুন। প্রতিপক্ষ সিলেট থান্ডার্স। শনিবার সন্ধ্যায় পাকিস্তানের কিংবদন্তিকে একাদশে রাখেনি রাজধানীর দলটি।

মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এদিন টস জিতে ঢাকাকে ব্যাট করার আমন্ত্রণ জানান সিলেট অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

আফ্রিদির বদলে ঢাকার একাদশে জায়গা পেয়েছেন স্বদেশী স্পিনিং তারকা শাদাব খান। এছাড়া দলটিতে বিদেশি শক্তি হিসেবে রয়েছে লরি ইভান্স থিসারা পেরারা ও ওয়াহাব রিয়াজ।

অন্যদিকে সিলেটের হয়ে বিদেশিদের মধ্যে অংশ নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, ক্রিসমার সান্তোকি। এছাড়া রয়েছেন আফগানিস্তানের সাফাক উল্লাহ শফিক।

ঢাকা প্লাটুন

এনামুল হক বিজয়, তামিম ইকবাল, মেহেদী হাসান, লরি ইভান্স, জাকের আলী, থিসারা পেরারা, আরিফুল হক, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও হাসান মাহমুদ।

সিলেট থান্ডার্স

আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, সাফাক উল্লাহ শফিক, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নায়েম হাসান, ক্রিসমার সান্তোকি, নাজমুল ইসলাম, এবাদত হোসেন ও দেলোয়ার হোসেন।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • বঙ্গবন্ধু বিপিএল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh