• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বিসিবি’র খাবার খেয়ে অসুস্থ সাংবাদিকরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ডিসেম্বর ২০১৯, ১৭:০৪
bangabandhu bpl 2019
ছবি- সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নাম দেয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুরু থেকেই বিপিএলের সপ্তম আসরকে ‘বিশেষ আসর’ বলে আসছিল। টুর্নামেন্ট আয়োজনের বিভিন্ন ক্ষেত্রে নানা অনিয়মও চোখে পড়ছিল। সবশেষ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের প্রেস বক্সে খাবার খেয়ে অসুস্থ হয়েছেন প্রায় ২০ জন সাংবাদিক।

২০১৯ সালের বিপিএলে দল গোছানো থেকে উদ্বোধনী অনুষ্ঠান পর্যন্ত বেশ কয়েকটি ক্ষেত্রে হযবরল অবস্থা দেখা দেয়। সবশেষ সাংবাদিকদের জন্য বরাদ্দকৃত খাবার খেয়ে অনেকেরই ‘ফুড পয়জনিং’ হয়েছে।

হোয়াটসঅ্যাপে বিসিবি’র মিডিয়া গ্রুপে সাংবাদিকদের মধ্যে অনেকেই দাবি করেছেন, খাবার খেয়ে বমি, পাতলা পায়খানা ও পেট ব্যথায় ভুগছেন তারা।

এ বিষয়টি নিয়ে জানতে ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেননি।