• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিসিবি’র খাবার খেয়ে অসুস্থ সাংবাদিকরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ডিসেম্বর ২০১৯, ১৭:০৪
bangabandhu bpl 2019
ছবি- সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নাম দেয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুরু থেকেই বিপিএলের সপ্তম আসরকে ‘বিশেষ আসর’ বলে আসছিল। টুর্নামেন্ট আয়োজনের বিভিন্ন ক্ষেত্রে নানা অনিয়মও চোখে পড়ছিল। সবশেষ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের প্রেস বক্সে খাবার খেয়ে অসুস্থ হয়েছেন প্রায় ২০ জন সাংবাদিক।

২০১৯ সালের বিপিএলে দল গোছানো থেকে উদ্বোধনী অনুষ্ঠান পর্যন্ত বেশ কয়েকটি ক্ষেত্রে হযবরল অবস্থা দেখা দেয়। সবশেষ সাংবাদিকদের জন্য বরাদ্দকৃত খাবার খেয়ে অনেকেরই ‘ফুড পয়জনিং’ হয়েছে।

হোয়াটসঅ্যাপে বিসিবি’র মিডিয়া গ্রুপে সাংবাদিকদের মধ্যে অনেকেই দাবি করেছেন, খাবার খেয়ে বমি, পাতলা পায়খানা ও পেট ব্যথায় ভুগছেন তারা।

এ বিষয়টি নিয়ে জানতে ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেননি।

বর্তমানে সেভেন হিল নামে একটি রেস্টুরেন্ট থেকে সাংবাদিকদের খাবার সরবরাহ করছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • বঙ্গবন্ধু বিপিএল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh