• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মাঠে ফিরলেন মাহমুদুল্লাহ রিয়াদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৮
bangabandhu bpl 2019
ছবি- সংগৃহীত

কলকাতায় গোলাপি বলের টেস্টে হ্যামিস্ট্রংয়ের চোটে আক্রান্ত হয়ে মাঠ ছেড়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আইকন হিসেবে তাকে বেছে নেয়া হয়। দলনেতা হিসেবেও নিয়োগ দেয়া হয় অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। ব্যাট হাতে অনুশীলন করলেও প্রথম দুই ম্যাচে ছিলেন অনুপস্থিত।

ঢাকার প্রথম পর্বের শেষ দিন শনিবার। দিনের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নেমেছে চট্টগ্রাম। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বন্দর নগরীর দলটির হয়ে এদিন টস করতে আসেন মাহমুদুল্লাহ।

২২ গজে ফিরে টসও জিতে নিলেন। টস জেতার পর প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন চ্যালেঞ্জার্স অধিনায়ক।

দলপতি মোহাম্মদ নবীসহ রংপুরে বিদেশি কোটায় খেলছেন মোহাম্মদ শেহজাদ, লুইস গ্রেগরি ও টম অ্যাবেল।

এদিকে বিদেশি ক্রিকেটারদের মধ্যে চট্টগ্রামের হয়ে এদিন একাদশে রয়েছেন আভিষ্কা ফার্নান্দো, চাদউইক ওয়াল্টন, আভিষ্কা ফার্নান্দো ও রায়ান বার্ল।

এক নজরে দুই দলের একাদশ

রংপুর রেঞ্জার্স

নাঈম শেখ, মোহাম্মদ শেহজাদ, জহুরুল ইসলাম অমি, লুইস গ্রেগরি, টম অ্যাবেল, নাদিফ চৌধুরী, মোহাম্মদ নবী (অধিনায়ক),মুস্তাফিজুর রহমান, আরাফাত সানি, তাসকিন আহমেদ, ও রিশাদ হোসেন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

আভিষ্কা ফার্নান্দো, চাদউইক ওয়াল্টন, ইমরুল কায়েস, রায়ান বার্ল, নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, ক্যাসরিক উইলিয়ামস, মুক্তার আলী, মেহেদী হাসান রানা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বঙ্গবন্ধু বিপিএল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডু অর ডাই ম্যাচে ব্যাটিংয়ে চট্টগ্রাম
দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস
বরিশালের বিপক্ষে লড়াকু পুঁজি পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
দুই জয়ে শীর্ষে চট্টগ্রাম
X
Fresh