• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রুশো-গুরবাজের ব্যাটে উড়ে গেল চট্টগ্রাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ডিসেম্বর ২০১৯, ২১:৪৬
রুশো-গুরবাজের ব্যাটে উড়ে গেল চট্টগ্রাম
ছবি- সংগৃহীত

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট থান্ডার্সকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আজ দ্বিতীয় দিনে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারতে হলো খুলনা টাইগার্সের কাছে।

খুলনা টাইগার্স এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামকে হারাল ৮ উইকেটে। চট্টগ্রামের দেয়া ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুলনার ওপেনার নাজমুল হোসেন শান্ত ৪ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন নাসুম আহমেদের বলে ক্যাচ দিয়ে।

এরপর রাহমানুল্লাহ গুরবাজ আর রিলে রুশোর ৭০ রানের জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় চট্টগ্রাম।

গুরবাজ বরাবর ৫০ রান করে আউট হোন মুক্তার আলীর বলে ক্যাচ দিয়ে। এরপর রুশো তুলে নেন অর্ধশতক। মুশফিকুর রহিমও ব্যাট চালান দ্রুত।

রুশো শেষ পর্যন্ত ৩৮ বলে ৬৪ রান করে মাঠ ছাড়েন অপরাজিত থেকে। মুশফিকও করেছেন ২২ বলে ২৮ রান।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট দিতে থাকে চট্টগ্রামের ব্যাটাররা। লেন্ডল সিমন্স করেন ২৬ রান। শেষদিকে মুক্তার আলী খেলেন ১৪ বলে ২৯ রানের ইনিংস।

খুলনার হয়ে ১টি করে উইকেট নিয়েছেন রাবি ফ্রাইলিঙ্ক, শফিউল ইসলাম, শাহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম।

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বঙ্গবন্ধু বিপিএল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
X
Fresh