• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

খুলনাকে বড় লক্ষ্য দিতে পারেনি চট্টগ্রাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ডিসেম্বর ২০১৯, ২০:২১
খুলনাকে বড় লক্ষ্য দিতে পারেনি চট্টগ্রাম
ছবি- সংগৃহীত

মিরপুরের উইকেট কেমন সেটা এতদিনেও ঠিকঠাক বুঝে উঠতে পারেননি খোদ বাংলাদেশি ক্রিকেটাররাই। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত ছয় আসরের সবকটা ম্যাচই ছিল লো-স্কোরিং। এবারও তেমনটা।

বঙ্গবন্ধু বিপিএলে দ্বিতীয় দিনের খেলা চলছে আজ। অনুষ্ঠিত হওয়া তিনটি ম্যাচই ছিল লো-স্কোরিং। চতুর্থ ম্যাচটাও তেমনই।

খুলনা টাইগার্সের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও বড় করতে পারেনি সংগ্রহটা। মাত্র ১৪৪ রানেই শেষ হয়েছে ইনিংস।

সন্ধ্যায় টস জিতে খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। ব্যাট করতে নেমে শুরুটা তেমন খারাপ করেনি দুই ওপেনার লেন্ডেল সিমন্স ও চ্যাডউইক ওয়ালটন।

দুই ওপেনারের ৪৫ রানের জুটি ভাঙ্গেন শফিউল ইসলা, সিমন্সকে বোড করে। এরপর ওয়ালটনকে ১৮ রানে ফেরান শাহিদুল ইসলাম।

গত ম্যাচে ৭১ রান করা ইমউল কায়েস আজ করেছেন মাত্র ১২ রান। নাসির হোসেন খেলেছেন ২৪ রানের ইনিংস।

এরপর নুরুল হাসান সোহানের ১৯, মুক্তার আলীর অপরাজিত ২৯ রানে ভর করে ২০ ওভারে তুলেছে ৬ উইকেটে ১৪৪ রান।

খুলনার হয়ে ১টি করে উইকেট নিয়েছেন রাবি ফ্রাইলিঙ্ক, শফিউল ইসলাম, শাহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম।

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বঙ্গবন্ধু বিপিএল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
বিপিএলে অংশ নিতে আগ্রহী নোয়াখালীসহ ৪ দল
বিপিএলের সেরা পাঁচ রান সংগ্রাহক যারা
বিপিএলে কে কোন পুরস্কার পেলেন
X
Fresh