• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঢাকার বিপক্ষে রাজশাহীর বড় জয়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ডিসেম্বর ২০১৯, ১৭:০১
bangabandhu bpl
ছবি- সংগৃহীত

বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় ম্যাচ এটি। গতকাল বুধবার উদ্বোধনী ম্যাচটাই হয়েছিল মোটামুটি হাই-স্কোরিং ম্যাচের। উত্তেজনাও ছিল সেই ম্যাচে। পরের ম্যাচটা ছিল একপেশে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে খেলেছে ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়্যালস। তারকা সমৃদ্ধ দু’দলই উপহার দিয়েছে ম্যাডম্যাডে একটা ম্যাচ।

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল। ব্যাটিংয়ে নেমে ঢাকার লম্বা ব্যাটিং লাইন-আপ নিমেষেই ভেঙ্গে যায় রাজশাহীর বোলারদের তোপে।

ঢাকার ওপেনার তামিম ইকবাল ৫ রানে ফেরার পর এনামুল হক বিজয় ধীর ব্যাটিংয়ে কটা রান তোলেন। তবে বাকি ব্যাটসম্যানরা হতাশ করেই চলেন।
হার্ড-হিটার শাহীদ আফ্রিদী তার চির চেনা ‘ডাক’ দিয়ে শুরু করেন এবারের বিপিএল।

বিজয়ের ৩৮ রানের পর শেষ দিকে মাশরাফি বিন মুর্তজার ১৮ আর ওহাব রিয়াজের ১৯ রানে ভর করে ৯ উইকেটে ১৩৪ রান তুলে ঢাকা প্লাটুন।

রাজশাহীর হয়ে ২টি উইকেট নেন আবু জায়েদ। ১টি করে উইকেট পান তাইজুল ইসলাম, ফরহাদ রেজা, অলোক কাপালি ও রবি বোপারা।

জবাবে ব্যাট করতে নেমে ঢাকার দেয়া ১৩৪ রান তুলতে রাজশাহীকে খরচ করতে হয় মাত্র ১টি উইকেট। লিটন দাস ২৭ বলে ৩৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরার পর হজরতুল্লাহ জাজাই তুলে নেন ৪৫ বলে অর্ধশত রান। আফগান ওপেনারের সঙ্গে শোয়েব মালিকও রান তুলতে থাকেন ব্যাটে-বলে সমান তালে।

জাজাই শেষ পর্যন্ত ৪৭ বলে ৫৬ রানে অপরাজিত থেকে শেষ করেন ম্যাচ। ১০ বল হাতে রেখে ৯ উইকেটের জয় তুলে নেয় রাজশাহী রয়্যালস।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বঙ্গবন্ধু বিপিএল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh