• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পর্দা উঠছে বঙ্গবন্ধু বিপিএলের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ডিসেম্বর ২০১৯, ১৩:১২
salman-khan-katrina-kaif-dhaka-bpl
বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রোববার পর্দা উঠছে বঙ্গবন্ধু বিপিএলের। অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল থেকে শুরু হবে এই আয়োজন। দুই ভাগে সঙ্গীত পরিবেশন করবেন দেশীয় ও ভারতীয় স্বনামধন্য শিল্পীরা।

মঞ্চ মাতাবেন কৈলাশ খের, সনু নিগম। বাংলাদেশের মমতাজ ও জেমসসহ অনেকেই। আয়োজনের সব প্রস্তুতি এরইমধ্যে শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেছেন, ‘চারটার সময় অনুষ্ঠান শুরু হবে। সাড়ে পাঁচটায় গেট বন্ধ করে দিব। বিকেল পাঁচটা থেকে বাংলাদেশি শিল্পীদের দিয়ে অনুষ্ঠান শুরু হবে। ছয়টার দিকে জেমস স্টেজে উঠবেন। সাড়ে ছয়টায় মমতাজ আপা গান করবেন। সাতটার সময় প্রধানমন্ত্রী এই আয়োজন উদ্বোধন করবেন। সোয়া সাতটায় সনু নিগম গান করবেন। এর পর কৈলাশ খের।’

দর্শকরা মাতবেন ভারতীয় চলচিত্র জগতের পরিচিত মুখ সালমান খান ও ক্যাটরিনা কাইফের পারফর্মে।

বিসিবি’র এই পরিচালক আরও বলেন, ‘সাড়ে আটটার দিকে স্টেজে আসবেন ক্যাটরিনা কাইফ। তার পর পারফর্ম করবেন সালমান খান। অনুষ্ঠানের ব্যাপ্তি হবে রাত সাড়ে ১০টা থেকে ১১টা।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বঙ্গবন্ধু বিপিএল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh