• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

উন্মোচন হলো এশিয়া কাপের ট্রফি

অনলাইন ডেস্ক
  ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪১

এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় আসর এশিয়া কাপ। দুই বছর পর পর অনুষ্ঠিত হওয়া এই ট্রফিকে ঘিরে এশিয়ার ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মাঝে ছড়িয়ে পড়ে ক্রিকেট উন্মাদনা। ১৯৮৪ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় এশিয়া কাপের প্রথম আসর।

এরপর নিয়মিতই অনুষ্ঠিত হয়ে আসছে এশিয়া কাপ। আগামী ১৫ সেপ্টেম্বর আবারও এশিয়া কাপের আয়োজন হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এটি এশিয়া কাপের ১৪তম আসর।

গত ১৩ আসরে সবচেয়ে বেশি ৬বার শিরোপা জিতেছে ভারত। এরপর ৫বার শিরোপা জিতে দ্বিতীয় অবস্থানে শ্রীলঙ্কা। পাকিস্তান জিতেছে ২বার।

সবশেষ তিন আসর অনুষ্ঠিত হয় বাংলাদেশে। এই তিনবারের ফাইনালে দুটিতে খেলে রানার আপ হয় বাংলাদেশ। এখন পর্যন্ত দুইবারের রানার আপ হওয়াটাই এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন।