• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এশিয়া কাপের দলে নেই সাব্বির, আছেন মোসাদ্দেক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ আগস্ট ২০১৮, ১৭:১০

সাব্বিরের ব্যপারটা আগে থেকেই শোনা যাচ্ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে স্ত্রীর করা যৌতুকের মামলায় কিছুটা দোলাচলে ছিল মোসাদ্দেকের দলে থাকা নিয়ে। শেষ পর্যন্ত টিকে গেলেন তিনি।

এশিয়া কাপের জন্য আজ বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হজ পালন শেষে দেশে এসেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তার জন্যই মূলত অপেক্ষায় ছিল দল ঘোষণা।

গত সোমবার ৩১ সদস্যের প্রাথমিক দল নিয়ে প্রস্তুতি পর্ব শুরু করেন নতুন কোচ স্টিভ রোডস। এরপর গত কয়েকদিন ধরে চলে যাচাই-বাছাইয়ের পর্ব।
-------------------------------------------------------
আরও পড়ুন : ১ সেপ্টেম্বর উদ্বোধন হবে ‘৭ মার্চ ভবন’
-------------------------------------------------------

আগামী কয়টা দিন সেরা ১৫ জনকে নিয়ে চলবে মূল প্রস্তুতি।

দলে তরুণ খেলোয়াড় হিসেবে ডাক পেয়েছেন নাজমুল হাসান শান্ত, মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক ও নাজমুল ইসলাম অপু।

এছাড়াও অস্ত্রোপচারের সময় পিছিয়ে এশিয়া কাপের দলে আছেন সাকিব আল হাসান।

আয়ারল্যান্ডে ‘এ’ দলের হয়ে ভালো খেলার পুরষ্কার পেয়েছেন মোহাম্মদ মিথুন। দলে জায়গা হয়েছে তারও।

এছাড়াও গত ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো পারফর্ম করায় এশিয়া কাপের দলে টিকে থাকলেন তরুণ পেসার আবু হায়দার রনি।

১৫ সদস্যের দল:

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও আবু হায়দার রনি।

আরও পড়ুন :

এমআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • এশিয়া কাপ ২০১৮ এর পাঠক প্রিয়
X
Fresh