• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বকাপ না হয়ে আইপিএল, আইসিসির উপর ক্ষুদ্ধ শোয়েব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ জুলাই ২০২০, ১৪:২৭
Shoaib Akhtar, icc, IPL
শোয়েব আখতান

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ার পর চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুর্নামেন্টের রাস্তা অনেকটাই প্রশমিত হয়েছে। আইপিএলের গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল নিশ্চিত করেছেন যে, এই টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতেই হচ্ছে।

এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার।

আইপিএল ২০২০ যাতে হয়, তাই আইসিসি ইচ্ছে করেই টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

সাবেক এই তারকা পেসার জানান, আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার অনেক আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি।

সম্প্রতি পাকিস্তানের একটি টিভি শোতে শোয়েব বলেন, ‘এশিয়া কাপ তো অবশ্যই হতে পারত। ভারত ও পাকিস্তানের একে অপরের বিপক্ষে খেলার দারুণ সুযোগ ছিল এশিয়া কাপে। এবারের আসর না হওয়ার পেছনে অনেক কারণ আছে। আমি সেখানে যেতে চাই না। টি-টোয়েন্টি বিশ্বকাপও হতে পারত। কিন্তু আমি আগেই বলেছি টুর্নামেন্ট দুটি হবে না। কিন্তু আইপিএলের ক্ষতি করা যাবে না। বিশ্বকাপকে নরকে যাক তবুও না।’

আরও পড়ুন:

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে 
চেন্নাইকে বিধ্বস্ত করে জয়ে ফিরলো লখনৌ
টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস
কলকাতাকে হারাতে জার্সি বদল কোহলিদের
X
Fresh