• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টাইগারদের অনুশীলনে বৃষ্টির দাপট

আরটিভি নিউজ

  ২২ জুলাই ২০২০, ১৯:৩০
Rain in the practice of the Tigers
ছবি- বিসিবি

দীর্ঘ চার মাস পর অনুশীলনে ফিরেও মিরপুরের শের ই বাঙলা স্টেডিয়ামে দাপিয়ে বেড়ানো মুশকিল হয়ে পড়েছে মুশফিক, মিঠুনদের। গত কদিন ধরেই ঢাকায় ভারী বর্ষণে জনজীবন অতিষ্ঠ।

তবু আজ চতুর্থ দিনের মতো অনুশীলন করতে মাঠে হাজির হয়েছেন ক্রিকেটাররা। রুটিন অনুযায়ী আজ অনুশীলন করার কথা ছিল ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন আর মেহেদী হাসান রানার।

যদিও পারিবারিক কারণে অনুশীলনে আসতে পারেননি ইমরুল। যথা সময়ে মাঠে আসেন মিঠুন আর রানা। দুজন উপস্থিত হলেও তাদের থামিয়ে দিয়েছে বৃষ্টি।

মেহেদী হাসান রানা সকাল ৯টায় এসেছেন জিম আর রানিং করতে। মিরপুরের একাডেমি মাঠে পানি থাকায় রানিং সেশন বাদ গেলেও আধঘণ্টা কাটিয়েছেন জিমে। বাড়ি ফিরেছেন ছাতা মাথায়।

মোহাম্মদ মিঠুনের সুচী অনুযায়ী ছিল রানিং আর ব্যাটিং অনুশীলন। মিঠুন দুটোই সেরেছেন ইনডোরে। খানিকক্ষণ রানিং করার পর ব্যাটিং করেছেন দেড় ঘণ্টা যাবত।

আজ দুজনের উপস্থিতি হলেও কাল ব্যস্ত সময় কাটবে হোম অব ক্রিকেটের। সকাল থেকে শফিউল ইসলাম, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুনের পর অনুশীলনে যোগ দেবেন তাসকিন আহমেদ।

আরও পড়ুন : আইসোলেশনে বর্ণবাদের শিকার আর্চার

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ কামিন্স
৪৬ কিমি খালি পায়ে হেঁটে ঋষভের জন্য পূজা দিলেন উর্বশী!
টি-টোয়েন্টি বিশ্বকাপের বিবেচনায় যে ২৭ ক্রিকেটার
X
Fresh