• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দর্শকদের জন্য খুলে দেয়া হচ্ছে গ্যালারি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ জুলাই ২০২০, ১৬:০৭
 coronavirus  Cricket,  Football,
করোনার আগে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত দশর্ক উপস্থিতি এমনটাই থাকত

করোনার দাপটকে পাশ কাটিয়ে দীর্ঘদিন পর শুরু হয়েছে খেলা। যদিও দর্শক প্রবেশ করতে পারেনি মাঠে। স্টেডিয়ামে খেলা চললেও কখনও নকল দর্শকে আবার কখনও সাউন্ডবক্সে শব্দ বাজাতে দেখা গিয়েছে। ইউরোপের বড় দেশগুলো জার্মানি, স্পেন, ইতালি ও ইংল্যান্ডে একই রকম চিত্র।

ফাঁকা মাঠে আর ম্যাচ নয়, উন্মুক্ত হচ্ছে স্টেডিয়াম গুলো। পরীক্ষামূলকভাবে দর্শক প্রবেশের অনুমতি দিতে চলেছে ইংলিশরা। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

ইয়াহু নিউজ জানাচ্ছে, খেলার মাধ্যমে স্থবির হওয়া অর্থনীতি চাঙ্গা করতে চাইছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাই এমন সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

আগামী অক্টোবরকে সামনে রেখে এগিয়ে যাওয়া হচ্ছে। তিন মাসের মধ্যেই দর্শকদের মাঠে ঢোকার অনুমতি দেয়া হবে বলে পরিকল্পনা।