• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পেলেপুত্রের আত্মসমর্পণ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৫৭

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের ছেলে এডিনহো পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তার বিরুদ্ধে মানি লন্ডারিং ও মাদক পাচারের অভিযোগ রয়েছে।

সান্তোসের পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করতে এসে ৪৬ বছরের এডিনহো দাবি করেন, তার বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ নেই।

তিনি বলেন, আমি হতাশ; কারণ বিচার প্রক্রিয়ার বলি হতে যাচ্ছি। মানি লন্ডারিংয়ের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।

মানি লন্ডারিং ও মাদক পাচারের অভিযোগে সাবেক এ পেশাদার গোলরক্ষককে ১৩ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

একই অভিযোগে রোনালদো দুয়ার্তে বারসোট্টিকেও কারাদণ্ড দেয়া হয়েছে। সান্তোসের এ 'ড্রাগ লর্ড' নালদিনহো নামেও পরিচিত।

ব্রাজিলের হয়ে ৩ বার বিশ্বকাপ জেতা পেলের ছেলেকে ২০০৫ সালে প্রথম এ মামলায় গ্রেপ্তার করা হয়। তখন আপিল করে তিনি মুক্তি পান।

তবে মুক্তি পেলেও ২০১৪ সালে তার ৩৩ বছরের কারাদণ্ড হয়। পরবর্তীতে আদালত শাস্তি কমিয়ে ১২ বছর ১০ মাস করেন। ওই সময় জোর দিয়ে বলা হয়, এর বিরুদ্ধে আপিল করলেও তাকে কারাবাস ভোগ করতে হবে।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh