• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

লা লিগার শিরোপা নির্ধারণের রাত?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২০, ১২:৫৪
la liga barcelona real madrid
ছবি-সংগৃহীত

লা লিগায় বৃহস্পতিবার আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এদিন রাতেই সম্ভাবনা রয়েছে স্প্যানিশ লিগের শিরোপা নিশ্চিত হওয়ার।

রাত একটায় ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা। ৩৬ ম্যাচের ২৪ জয় সাত ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি।

সমান ম্যাচ খেলে ২৫ জয় আট ম্যাচ ড্র করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।

পরিসংখ্যান বলছে আজকের ম্যাচে কাতালানরা যদি জেতে আর মাদ্রিদের দলটি যদি হারে তা হলে শিরোপার আশা টিকে থাকবে মেসিদের।

যদিও শিরোপা জেতার আশা ছেড়ে দিয়েছেন লুইস সুয়ারেজ।

বার্সার এই উরুগুইয়ান স্ট্রাইকার বলেন, ‘শিরোপা হাত থেকে ফসকে যাওয়ায় আমরাই এটার জন্য দায়ী। এর দায়ভার আমাদের। কোনও অজুহাত দিচ্ছি না। বাকি দুই ম্যাচ বার্সেলোনার মর্যাদা রক্ষায় জিততে হবে। মনোযোগ দিতে হবে চ্যাম্পিয়নস লিগে।’

একই সময় অপর ম্যাচে ভিয়ারিয়ালের বিরুদ্ধে জিতলেই তিন বছর পর ফের লা লিগা চ্যাম্পিয়ন হবে রিয়াল।

লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাত্র দুই পয়েন্ট দরকার জিনেদিন জিদানের শিষ্যদের।

ভিয়ারিয়ালের বিপক্ষেই লিগ নিজেদের করে নিতে চান অধিনায়ক সার্জিও রামোস।

স্প্যানিশ তারকা বলেন, ‘এখনও অনেক পয়েন্টের খেলা বাকি। আমরা সব ম্যাচ জয়ের চেষ্টা করব। আশা করি, বৃহস্পতিবার আমরা জয় দিয়েই শিরোপা উদযাপন করতে পারব।’

এদিকে রাত একটায় গেটাফের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদের সঙ্গে লড়বে সেভিয়া।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
X
Fresh