• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

কাতার বিশ্বকাপে দৈনিক চার ম্যাচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ জুলাই ২০২০, ২১:৩৬
Qatar matches four daily in the World Cup
ছবি- সংগৃহীত

দুই বছরের মতো বাকি আছে কাতার বিশ্বকাপ শুরু হতে। তার আগে সকল কার্যক্রম শেষ করতে হবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা-কে।

এরিমধ্যে আজ বুধবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, গ্রুপ পর্বে প্রতিদিন চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়াও জানিয়েছে ফাইনাল ম্যাচের ভেন্যু ও উদ্বোধনী ম্যাচের ভেন্যুর নাম। ইতোমধ্যে বিশ্বকাপকে ঘিরে দেশটির অবকাঠামো উন্নয়নের ৯০ শতাংশ সম্পন্ন বলে জানিয়েছেন বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান নির্বাহী নাসের আল খাতের।

ফিফা জানিয়েছে, সবগুলো ভেন্যু কাছাকাছি হওয়ায় বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখতে পারবে সমর্থকরা।আগামী ২১ নভেম্বর ২০২২, উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৬০ হাজার দর্শক ক্ষমতাসম্পন্ন আল-বাইত স্টেডীয়ামে। এছাড়া ১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচ হবে ৮০ হাজার দর্শক সম্পন্ন লুসাইল স্টেডিয়ামে।

দৈনিক ১১ ঘণ্টায় যে চারটি ম্যাচ হবে দৈনিক তার প্রথম ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টায় আর দিনের শেষ ম্যাচ শুরু হবে রাত ১০টায়।মহামারি করোনাভাইরাসের কারণে থেমে থাকা এশিয়া অঞ্চলের বাচাই পর্বের ম্যাচ শুরু হবে অক্টোবরে। এই পর্ব শেষে হবে।

আরও পড়ুন: তামিম-রিয়াদের মতো সিপিএল-কে ‘না’ মোস্তাফিজেরও

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh