• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

৩২ বছরের ইতিহাস ধরে রাখার ম্যাচে ফিরছেন রুট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ জুলাই ২০২০, ১৫:১৭
Root is returning to the match to hold the 32-year history
জো রুট

১৯৮৮ সালে ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছিল ইংল্যান্ড। এরপর ৩২ বছরে আর ব্রিটিশ ভূমে সিরিজ জিততে হয়নি ওয়েস্ট ইন্ডিজের। তবে এবার দারুণ সুযোগ জেসন হোল্ডারের দলের সামনে।

করোনাকালীন সময়ে তিন ম্যাচের সিরিজ খেলতে যুক্তরাজ্য সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। করোনা ভয়ে দলের কয়েকজন সেরা খেলোয়াড়কে ছাড়াই আসতে হয়েছে সফরে।

তবুও তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টে সাউদাম্পটনে স্বাগতিকদের শাসন করেছে ক্যারিবীয়রা। হারিয়ে দিয়েছে ৪ উইকেটে। তাতে আশা জেগেছে আবারও সিরিজ জয়ের, হাতে আছে দুটি ম্যাচ।

প্রথম ম্যাচে ইংলিশদের অধিনায়ক ছিলেন অনভিজ্ঞ বেন স্টোকস। দল হারলেও দুই ইনিংসে ব্যক্তিগতভাবে সফল তিনি।

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে রুট ছুটি নিয়েছিলেন সাউদাম্পটন টেস্টে। ওল্ড ট্রাফোর্ডে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট।

এই টেস্টে রুটের ঘাড়ে দলের নেতৃত্বভারের পাশাপাশি থাকবে ৩২ বছরের পুরনো ইতিহাস রক্ষারও দায়িত্ব। যদিও নিজের প্রিয় মাঠে দল নিয়ে নামবেন রুট। এমাঠেই ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ২৫৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh