• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দর্শক নিয়ে মাঠে ফিরে নেইমারদের গোলোৎসব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ জুলাই ২০২০, ১১:৩৯
Paris Saint-Germain
ছবি-সংগৃহীত

করোনার থাবায় ইউরোপের যে দেশগুলো সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছিল তার মধ্যে অন্যতম ফ্রান্স। করোনাভাইরাসের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে গেল মার্চে স্থগিত হয় ফুটবল। এপ্রিলে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) লিগ ওয়ানের চ্যাম্পিয়ন ঘোষণা করে ২০১৯/২০ মৌসুম বাতিল করে দেয়া হয়। চার মাস পর পরিস্থিতি যখন স্বাভাবিক হচ্ছে তখন মাঠে ফিরতে এক প্রদর্শনী ম্যাচ আয়োজন করা হয়। এই ম্যাচে লে হাভরের বিরুদ্ধে ৯-০ গোলে জয় পেয়েছে পিএসজি।

রোববার গোল বন্যার রাতে দুটি করে গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার, আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি ও স্প্যানিশ উইঙ্গার পাবলো সারাভিয়া।

একটি করে গোল তুলেছেন আইভোরি কোস্টের মিডফিল্ডার ইদ্রিসা গানা গেয়ে, ফ্রেঞ্চ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও স্ট্রাইকার আর্নোদ কালিমুয়েন্দোর।

‘এ ভিক্টোরি অব ফ্রেঞ্চ ফুটবল’ স্লোগানে এই ম্যাচের প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের ক্রীড়া মন্ত্রী রোক্সানা মারাসিনেনু।