• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দূরত্ব মানা হচ্ছে না, ইংলিশ লিগের দলগুলোকে সতর্ক বার্তা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ জুলাই ২০২০, ১৪:৩৮
Premier League
ছবি-সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলেলা সতর্ক করে দিয়েছে ব্রিটেন সরকার। পানি পান বিরতির সময় ও গোল উদযাপনে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

করোনা পরবর্তী ইংল্যান্ডে ফুটবল ফিরেছে ১৭ জুন। স্বাস্থ্যবিধি মানাসহ বেশ কিছু নতুন নিয়ম নিয়ে মাঠে গড়ায় ফুটবল। তার মধ্যে অন্যতম ছিল দুই অর্ধের মাঝামাঝি সময়ে পানি পানের বিরতি। যেখানে খেলোয়াড় ও কোচিং স্টাফরা ম্যাচ নিয়ে সলাপরামর্শও সেরে ফেলতেন। যদিও সেখানে সামাজিক দূরত্ব না মানতে দেখা গেছে দলগুলোকে।

টেলিগ্রাফের বরতে ডেইলি মেইল জানিয়েছে, প্রিমিয়ার লিগের সবগুলো দলকেই চিঠি দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। চিঠিতে জানিয়ে দেয়া হয়েছে, জনসাধারণের জন্য এমন উদাহরণ তৈরি করলে তা অনেক ঝুঁকি বাড়াতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের আবারও মনে করিয়ে দেয়া হয়েছে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য।