• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

নিউ জিল্যান্ডেও নয় আইপিএল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ জুলাই ২০২০, ২১:৪২
New Zealand cricket
ফাইল ছবি

স্থগিত হয়ে গেছে এশিয়া কাপ ২০২০ এর আসর। একই অপেক্ষায় আছে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপও। এই বিশ্বকাপ স্থগিত হয়ে গেলেও লাভ ভারতের।

এই সুযোগটাই কাজে লাগিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আয়োজন করতে চায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। এর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে দেশটির ক্রিকেট বোর্ড। কারণ আইপিএল না হলে তাদের ক্ষতি প্রায় চার হাজার কোটি রূপি।

আইপিএল যদি এবার বাতিল হয়ে যায় তাহলে বিসিসিআইয়ের ক্ষতি কত? সম্প্রতি গণমাধ্যমকে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন প্রায় চার হাজার কোটি রূপি। তাই বছরের দ্বিতীয় অর্ধে আইপিএল আয়োজনের চেষ্টা করবে।

কিন্তু কীভাবে আয়োজন করবে ভারতে? করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে দেশটিতেও চলছে লক-ডাউন। কিন্তু তাদের ইচ্ছা, ভারতই হোক আইপিএলের ১৩তম আসর।

তবে বিকল্প ভেন্যু নিয়েও ভাবতে হচ্ছে বিসিসিআইকে। এরিমধ্যে আইপিএল আয়োজনের জন্য শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত থেকে প্রস্তাবও এসেছে।

কিন্তু বেশ কিছু ভারতীয় গণমাধ্যমে খবর বেরিয়েছে, প্রথম করোনামুক্ত দেশ হিসেবে নিজেদের ঘোষণা করা নিউজিল্যান্ডের নাম।

যদিও নিউজিল্যান্ড ক্রিকেটের সদস্য রিচার্ড বুক উড়িয়ে দিয়েছেন তাসমান পাড়ের দেশটিতে আইপিএল আয়োজনের গুজব। গণমাধ্যমকে বুক জানিয়েছেন, বেশ কিছু গণমাধ্যমে নিউজিল্যান্ডে আইপিএল আয়োজন নিয়ে যে খবর বেরিয়েছে তা গুজব ছাড়া কিছুই না। আমরা ভারতীয় ক্রিকেট বোর্ডকে কোনোরকম প্রস্তাব দেইনি এবং আমাদের পরিকল্পনাতেও এমন কিছু নেই।

নিউজিল্যান্ডেও নয় আইপিএল

স্থগিত হয়ে গেছে এশিয়া কাপ ২০২০ এর আসর। একই অপেক্ষায় আছে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপও। এই বিশ্বকাপ স্থগিত হয়ে গেলেও লাভ ভারতের।

এই সুযোগটাই কাজে লাগিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আয়োজন করতে চায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। এর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে দেশটির ক্রিকেট বোর্ড। কারণ আইপিএল না হলে তাদের ক্ষতি প্রায় চার হাজার কোটি রূপি।

আইপিএল যদি এবার বাতিল হয়ে যায় তাহলে বিসিসিআইয়ের ক্ষতি কত? সম্প্রতি গণমাধ্যমকে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন প্রায় চার হাজার কোটি রূপি। তাই বছরের দ্বিতীয় অর্ধে আইপিএল আয়োজনের চেষ্টা করবে।

কিন্তু কীভাবে আয়োজন করবে ভারতে? করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে দেশটিতেও চলছে লক-ডাউন। কিন্তু তাদের ইচ্ছা, ভারতই হোক আইপিএলের ১৩তম আসর।

তবে বিকল্প ভেন্যু নিয়েও ভাবতে হচ্ছে বিসিসিআইকে। এরিমধ্যে আইপিএল আয়োজনের জন্য শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত থেকে প্রস্তাবও এসেছে।

কিন্তু বেশ কিছু ভারতীয় গণমাধ্যমে খবর বেরিয়েছে, প্রথম করোনামুক্ত দেশ হিসেবে নিজেদের ঘোষণা করা নিউজিল্যান্ডের নাম।

যদিও নিউজিল্যান্ড ক্রিকেটের সদস্য রিচার্ড বুক উড়িয়ে দিয়েছেন তাসমান পাড়ের দেশটিতে আইপিএল আয়োজনের গুজব। গণমাধ্যমকে বুক জানিয়েছেন, বেশ কিছু গণমাধ্যমে নিউজিল্যান্ডে আইপিএল আয়োজন নিয়ে যে খবর বেরিয়েছে তা গুজব ছাড়া কিছুই না। আমরা ভারতীয় ক্রিকেট বোর্ডকে কোনোরকম প্রস্তাব দেইনি এবং আমাদের পরিকল্পনাতেও এমন কিছু নেই।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
৪৫৫ রানের লিডে দিন শেষ করল শ্রীলঙ্কা
ভালো শুরুর পর ফিরলেন জয়
ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসানের অভিষেক
X
Fresh