• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ক্রিকেট ফেরার অপেক্ষা লম্বা করছে বৃষ্টি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ জুলাই ২০২০, ১৭:৩১
England Cricket
ছবি- ইংল্যান্ড ক্রিকেট

১১৭ দিনের অপেক্ষা ক্রিকেট ভক্তদের। এই লম্বা সময় পর আজ বুধবার মাঠে ফেরার দিন আন্তর্জাতিক ক্রিকেটের। কিন্তু বৃষ্টির বাধা। অপেক্ষাটা তাই একটু লম্বা হচ্ছে।

সাউদাম্পটনের এজেস বোলে বাংলাদেশ সময় বিকেল ৪টায় টস হবার কথা থাকলেও আউট-ফিল্ড ভেজা থাকায় অনুষ্ঠিত হয়নি টস। সরানো হয়নি পিচ কাভারও।

এমন অবস্থায় দুই দলের অধিনায়ক, ম্যাচ রেফারিরা দফায় দফায় মাঠের পরিস্থিতি দেখছেন। যদিও কোনো সিদ্ধান্ত দিতে পারেনি আম্পায়াররা।

এদিকে ইংল্যান্ডের সময় অনুযায়ী ১২টা ৩০ মিনিটে লাঞ্চ বিরতি ঘোষণা দেয়া হয়েছে।

এই ম্যাচ দিয়ে অধিনায়ক ক্যারিয়ারের যাত্রা শুরু করতে যাচ্ছেন অল-রাউন্ডার বেন স্টোকস। যদিও নিয়মিত অধিনায়ক জো রুটের ছুটিতে থাকায় দায়িত্ব পেয়েছেন স্টোকস।

তিন ম্যাচের সিরিজ খেলতে জুনে যুক্তরাজ্য সফরে আসে ক্যারিবীয় টেস্ট দল। যুক্তরাজ্যে পৌঁছানোর পর থেকেই জেসন হোল্ডারদের থাকতে হয়েছে কোয়ারেন্টিনে।

যদিও এই সিরিজের সব ম্যাচ খেলা হবে সম্পুর্ণ জীবাণুমুক্ত পরিবেশে। এসেছে বেশ কিছু নতুন নিয়মও। বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা, বলে তিনবার লালা বা থুথু লাগালে কাঁটা যাবে পাঁচ রান। উইকেট উদযাপনেও সতীর্থদের সঙ্গে মেলানো যাবে না হাত।

আরও পড়ুন: বাতিল হচ্ছে এশিয়া কাপ!

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh