logo
  • ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২০, ২৮ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৪২ জন, আক্রান্ত ২৯৯৫ জন, সুস্থ হয়েছেন ১১১৭ জন: স্বাস্থ্য অধিদপ্তর

বাতিল হচ্ছে এশিয়া কাপ!

স্পোর্টশ ডেস্ক, আরটিভি নিউজ
|  ০৮ জুলাই ২০২০, ১৬:১০ | আপডেট : ০৮ জুলাই ২০২০, ১৬:৩৪
Asia Cup is being canceled
ছবি- সংগৃহীত
একের পর এক দ্বিপক্ষীয় সিরিজ চলে গেছে স্থগিতের খাতায়। এই সিরিজগুলোর আবার সূচী কবে হবে এই ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্তই হয়নি। এরমাঝে স্থগিতের অপেক্ষায় আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আর এশিয়া কাপের আসরও।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অপেক্ষায় স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩ তম আসর শুরুর। তাদের অপেক্ষা, এশিয়া কাপ আর বিশ্বকাপ স্থগিতের।

এরিমধ্যে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী দেশটির দৈনিক আনন্দবাজার-কে দেয়া সাক্ষাতকারে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এশিয়া কাপ হচ্ছে না। ঘোষণা আসছে কিছুদিনের মধ্যেই।

‘এশিয়া কাপ বাতিল হয়ে গেছে। এবার আর হচ্ছে না। আমরা আইসিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। দেখা যাক, কবে ওরা চূড়ান্ত ঘোষণা করে। তারপর আইপিএল নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। আমরা মাথায় রাখছি, যদি অক্টোবর-নভেম্বরের দিকে পরিস্থিতির উন্নতি হয় তাহলে আইপিএল করা যায়। এই মুহূর্তে ওই সময়ের আগে ক্রিকেট শুরু হওয়ার সম্ভাবনা দেখছি না।’

এদিকে বাতিল হতে পারে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপও। নতুন করে মেলবোর্নে করোনা শনাক্ত হওয়ায় চূড়ান্ত বাতিলের পথে বিশ্বকাপও। তবে সৌরভ বলছেন, ভেন্যু থেকে মেলবোর্ন বাদ দিলেই হয় যদি আয়োজনের ইচ্ছা থাকে।

‘আইসিসি হয়তো চেষ্টা করছে, সব দিক ভালো ভাবে দেখে নিতে যে, বিশ্বকাপ আয়োজনের আর কোনও সম্ভাবনা আছে কী না। বিশ্বকাপ থেকে হওয়া মুনাফা থেকে সব দেশকে আর্থিক অনুদানও দেওয়া হয়। তা থেকে ক্রিকেট উন্নয়নের অনেক কাজ হয়। নানা দিক নিয়ে ভাবতে হচ্ছে। তাই হয়তো আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি।’

এমআর/

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ২০৬৬৪৯৮১৫৩০৮৯৩৫১৩
বিশ্ব ২০২৭৩৫৬৯ ১৩২০১০৫৯ ৭৩৯৪৯০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়