• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাঁচ মিনিটে তিন গোল হজম করে হারতে হলো জুভেন্টাসকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ জুলাই ২০২০, ০৮:১৪
cristiano ronaldo zlatan ibrahimovic
ছবি-সংগৃহীত

অন্যসব ম্যাচের মতো এসি মিলানের বিরুদ্ধেও দাপট দেখিয়ে শুরু করেছিল জুভেন্টাস। প্রথমার্ধে কোনও পক্ষই গোল পায়নি। বিরতির পর মাঠে নেমে জুভিরা দুটি গোল তুলে নেয়। পিছিয়ে পরা মিলানের দলটি পাঁচ মিনিটে তিন গোল আদায় করে নেয়। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-কালো শিবির।

মঙ্গলবার রাতে সানসিরো স্টেডিয়ামে জুভেন্টাসের হয়ে গোল করেন আদ্রিয়ান রাবিয়ত ও ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্যদিকে এসি মিলানের হয়ে একটি করে গোল করেছেন জ্বালাতান ইব্রাহিমোভিচ, ফ্রাঙ্ক কেসিস, রাফায়েল লিয়াও ও আন্তে রেবিক।

ইতালিয়ান লিগের দুই ঐতিহ্যবাহী দলের লড়াইয়ের দিনে মুখোমুখি হয়েছিলেন রোনালদো ও ইব্রাহিমোভিচ। দুই মহাতারকার ফুটবল যুদ্ধ দেখার জন্য মুখিয়ে ছিলেন ফুটবল প্রেমীরা।

ম্যাচের ৪৭ মিনিটে বক্সের বাইরে থেকে অসাধারণ গোল তুলে নেন ফ্রেঞ্চ মিডফিল্ডার রাবিয়ত। ৫৩ মিনিটে কলোম্বিয়ান উইঙ্গার খুয়ান কুয়ার্দাদোর দেয়া লং পাসে গোলরক্ষককে একা পেয়ে গোল আদায় করেন পর্তুগীজ ফরোয়ার্ড রোনালদো।

৬২ থেকে ৬৭ এই পাঁচ মিনিটের মধ্যে ভাগ্য পরিবর্তন হয় মিলানের। ইতালিয়ান ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চির হাতে লাগায় পেনাল্টি পায় এসি মিলান। এতে ৬২তম মিনিটে স্পটকিকে গোল তুলে নেন সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : বুধবার ফিরছে ক্রিকেট, জেনে নিন টিভির খেলার সূচি
---------------------------------------------------------------------

চার মিনিট পর আবারও গোল পায় মিলান। ইব্রাহিমোভিচের বাড়ানো বলে দলকে সমতায় আনেন আইভোরি কোস্টের মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি।
৬৭ মিনিটে পর্তুগীজ ফরোয়ার্ড রাফায়েল লিয়াও এগিয়ে দেন স্বাগতিকদের।

অন্যদিকে ম্যাচের ৮০তম মিনিটে মিলানের হয়ে শেষ গোলটি তুলে নেন ক্রোয়েট ফরোয়ার্ড আন্তে রেবিক।

সিরি আ’তে ৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল জুভেন্টাস। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট তুলে পাঁচ নম্বরে উঠে এলো মিলান।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
ঈদের শুভেচ্ছা ভাগাভাগি করল ইউরোপের ফুটবল ক্লাবগুলো
রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল-নাসরের
X
Fresh