• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভারতকে এতবার হারিয়েছি যে তারা এসে মাফ চাইত: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ জুলাই ২০২০, ১৮:৫৩
How many times have they lost to India that they came and apologized: Afridi
ফাইল ছবি

মাঠ, মাঠের বাইরে দুই দেশের প্রতিদ্বন্দ্বিতার কথা সবারই জানা। মাঠে যেমনই হোক, কথার লড়াইয়ে তাদের জিততেই হবে। ভারত-পাকিস্তানের সম্পর্ক সিমান্তের কাঁটা তারের মতো ধারালো।

যদিও ৮ বছর ধরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয় না। রাজনৈতিক উত্তাপ দখল করে রেখেছে ক্রিকেটের বাইশ গজও। অথচ একসময় নিয়মিতই মাঠে গড়াত দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। ব্যাট-বলের সঙ্গে চলত কথার লড়াইও।

এখন সেই সুযোগ নেই। ভারত-পাকিস্তান লড়াই দেখা যায় কেবল আইসিসি, এসিসির আসরগুলোতে। মাঠে দুদলের মুখোমুখি হওয়ার সুযোগ কম থাকলেও মাঠের বাইরে দুদলের ক্রিকেটারদের কথার লড়াই এখনও চলে নিয়মিত। সম্প্রতি পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি মন্তব্য করেছেন, ভারত তাদের কাছে এতই হারত যে খেলা শেষে ভারতীয় ক্রিকেটাররা এসে ক্ষমা চাইতেন। অবশ্য ভারতকে ভালো দল হিসবেও আখ্যায়িত করেছেন আফ্রিদি।

‘ভারতের বিপক্ষে খেলা সবসময় উপভোগ করেছি আমি। আমরা ওদের (ভারত) এতই হারাতাম যে ম্যাচ শেষে তারা আমাদের কাছে ক্ষমা চাইত। ভারত ও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলা সব সময়ই উপভোগ্য। কারণ ওরা ভাল দল, বড় দল তাই চাপ বেশি থাকে। ওদের কন্ডিশনে গিয়ে পারফর্ম করা অনেক বড় ব্যাপার।’

২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০২ বার ভারতের মুখোমুখি হয়েছেন আফ্রিদি। জয় পরাজয় সমান ৪৭ ম্যাচে। এরমধ্যে বিশ্বকাপের কোন ম্যাচে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে পাকিস্তানের একমাত্র জয় ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

আরও পড়ুন: গাড়ি চাপায় হত্যা, গ্রেপ্তার কুশল মেন্ডিস

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে নতুন বোর্ড প্রধান পেল পাকিস্তান ক্রিকেট
X
Fresh