logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৪২ জন, আক্রান্ত ২৯৯৫ জন, সুস্থ হয়েছেন ১১১৭ জন: স্বাস্থ্য অধিদপ্তর

প্রোটিয়া ক্রিকেটের বর্ষসেরা ডি কক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ
|  ০৫ জুলাই ২০২০, ১৫:৩৪ | আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৬:৫২
Proteas Cricket's De Cock of the Year
কুইন্টন ডি কক
শনিবার রাতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে তাদের বর্ষসেরা ক্রিকেটারের নাম। পুরুষ ও নারী ক্রিকেটের দুই বর্ষসেরা ক্রিকেটার কুইন্টন ডি কক এবং লরা ভলভার্ডট।  ২০১৭ সালের পর আবারও দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ২৭ বছর বয়সী এই উইকেট-কিপার।

করোনার এই সময়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করতে পারলেও ভার্চুয়ালি অনুষ্ঠানে দেয়া হয়েছে ২০১৯-২০ মৌসুমের জন্য দক্ষিণ আফ্রিকার সেরা পুরস্কার ‘ক্রিকেট সাউথ আফ্রিকা প্রফেশনাল অ্যাওয়ার্ডস’।

ডি কক বর্ষসেরার পাশাপাশি টেস্টেরও বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে। একইভাবে লরা ভলভার্ডট নির্বাচিত হয়েছে বর্ষসেরার সঙ্গে ওয়ানডেরও সেরা ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ডক্টর জ্যাকস ফাউল বলেছেন ডি কককে নিয়ে বলেন, ডি কক টেস্টে ক্রিকেটে সেরা উইকেট-কিপার ও ব্যাটসম্যান। সে লাল ও সাদা উভয় ফরম্যাটের ক্ষেত্রে সেরা ব্যাটসম্যানদের একজন। কক অসাধারণ একজন নেতাও।

গত মৌসুমে ৪ টি টেস্ট ফিফটিতে করেন ৫৩৬ রান। রয়েছে ২৫টি ক্যাচ ও ২টি স্ট্যাম্পিং। যদিও ডি ককের চেয়ে টেস্টে বেশি রান করা ডিন এলগারের ৫৩৩ রানের সঙ্গে আছে ১৫টি ক্যাচ ও ১টি স্ট্যাম্পিং।

বর্ষসেরা ক্রিকেটার- কুইন্টন ডি কক (পুরুষ), লরা ভলভার্ডট(নারী)

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার- কুইন্টন ডি কক

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার- লরা ভলভার্ডট, লুঙ্গি এনগিদি (পুরুষ)

বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার- লুঙ্গি এনগিদি, শাবনিম ইসমাইল (নারী)

আরও পড়ুন :

এমআর/

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২০৬৬৪৯৮ ১৫৩০৮৯ ৩৫১৩
বিশ্ব ২০৫৫৩৩২৮ ১৩৪৬৫৬৪২ ৭৪৬৬৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়