• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

একটু অভিনন্দন তো তারাও পেতে পারেন: রুবেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ জুলাই ২০২০, ১৪:৪৮
They can also get a little congratulations: rubles
রুবেলের ফেসবুক থেকে নেয়া

করোনাভাইরাস ঠেকাতে উঠে পড়ে লেগেছে বিশ্ববাসী। বাংলাদেশে প্রথমবারের মতো ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে গ্লোব বায়োটেক। ট্রায়াল শেষে আগামী ডিসেম্বরে এই ভ্যাকসিন বাজারে আনতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ড. আসিফ মাহমুদ। এমন সফলতার বিষয়টি জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন।

ফেসবুকে দেয়া টাইগার পেসারের দেয়া পোস্টটি তুলে ধরা হলো

আসিফ মাহমুদ ভাই যখন বলছিলেন যে আমরা করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছি, কথাটি বলতে বলতেই উনার কাঁন্না চলে আসছে!

বাংলাদেশের একটি প্রতিষ্ঠান সাহস নিয়ে দাবি তো করতে পারল যে তারা আবিষ্কার করছে, সফল হোক ব্যর্থ হোক সেটা পরের বিষয়।
অথচ আমরা একটা অভিনন্দন পর্যন্ত জানালাম না। চীন বা আমেরিকা এই দাবি করলে এই আমরাই আবার অভিনন্দন অভিনন্দন জানিয়ে বাংলার আকাশ বাতাস মাতিয়ে দিতাম, আসলেই আমরা এক ভন্ড জাতি।

বিন্দুপরিমাণ কৃতজ্ঞতাবোধ আমাদেরই নেই, এই জন্যে এদেশে জ্ঞানী মানুষ জন্মায় না কারন জ্ঞানীদের কদর এদেশে নেই। অনেকে হাসাহাসি করছে, ট্রলে মেতে উঠেছে যে বাংলাদেশ থেকে নাকি করোনার ভ্যাকসিন আবিষ্কার করবে! চেষ্টা তো করছে তারা, দেখা যাক না কী হয়!
একটু অভিনন্দন তো তারাও পেতে পারেন!

এরাই দেশের রিয়েল হিরো।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh