• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনা হয়নি কারানের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ জুলাই ২০২০, ২০:৩২
Karan did not
স্যাম কারান

করোনা মহামারীর রূপ ধারণের পরপরই বন্ধ হয়ে যায় ক্রিকেট। দীর্ঘ চার মাস ধরে বন্ধ রয়েছে মাঠগুলো। খেলা বন্ধ তো অনুশীলনও বন্ধ। তবে ইংল্যান্ড প্রাণপণ চেষ্টা করছে মাঠে খেলা ফেরানোর জন্য।

সেই চেষ্টায় তারা সফল হতে যাচ্ছে। আগামী ৮ তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্টের প্রথম ম্যাচ শুরু হবে। কিন্তু তার আগে কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল ২২ বছর বয়সী পেসার স্যাম কারান।

হঠাত অসুস্থ বোধ করায় নিজেকে সরিয়ে ফেলেছিলেন দলের থেকে। চলে যান আইসোলেশনে। ডায়রিয়া আর শরীর দুর্বল ছিল কারানের। তাই সন্দেহের বশে টেস্ট করান করোনা।

গতকাল বুধবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানায়, সে একটু অসুস্থ তাই দলের থেকে নিজেই আলাদা হয়েছে। প্রস্তুতি ম্যাচে খেলবে না তবে করোনার পরীক্ষায় যদি নেগেটিভ আসে তাহলে দ্রুতই যোগ দিবে অনুশীলনে।

সৌভাগ্য যে তার করোনা পজিটিভ রেজাল্ট আসেনি। যদি তাই হতো এই সিরিজ নিয়ে উঠত নানা কথা। এমনকি গত কয়েকদিন ধরে তার সংস্পর্শে আসা সবাইকেই যেতে হতো আইসোলেশনে। ম্যাচ শুরুর আগে সময় আছে মোটে ৫ দিন!

আরও পড়ুন

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh