• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শতাব্দী সেরাদের তালিকায় দুই ফরম্যাটে সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ জুলাই ২০২০, ১৫:২৪
Shakib in the list of the best of the century in two formats
সাকিব আল হাসান

চলতি শতাব্দী শেষ হতে বাকি আরও ৮০ বছর তবে তার আগেই শতাব্দী সেরা ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে উইজডেন-এর ক্রিকেট মান্থলি।

উইজডেন ও ক্রিকেট পরিসংখ্যান ভিত্তিক সংস্থা ক্রিকভিজের যৌথ গবেষণায় এই তালিকা তৈরি করা হয়েছে। যার নাম দেয়া হয়েছে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা এমবিপি।

আর এই তালিকায় জায়গা হয়েছে সাকিব আল হাসান। তিন ফরম্যাটের মধ্যে দুই ফরম্যাটেই রয়েছে সাকিবের নাম। টেস্ট ক্রিকেটের তালিকায় ৮৪.২ রেটিং নিয়ে ৬ নম্বরে আর ওয়ানডেতে ২০.৮ রেটিং পয়েন্ট নিয়ে ২ নম্বরে রয়েছেন দেশ সেরা এই অল-রাউন্ডার। যদিও জায়গা হয়নি টি-টোয়েন্টি সেরাদের তালিকায়।

টি-টোয়েন্টিতে ১ নম্বরে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। টেস্টের ১ নম্বরে লঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধরন আর ওয়ানডের ১ নম্বরে ইংলিশ অল-রাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটপ।

টেস্টে সাকিবের উপরে আছেন মুরালিধরন, ভারতের রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, গ্লেন ম্যাকগ্রা, দক্ষিণ আফ্রিকার শন পোলক।

টেস্ট ক্রিকেটে সেরা ১০

নম্বর

নাম

রেটিং পয়েন্ট

মুত্তিয়া মুরালিধরন, শ্রীলঙ্কা

৯৭.৫

রবীন্দ্র জাদেজা, ভারত

৯৭.৩

স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়া

৯১.৭

গ্লেন ম্যাকগ্রা, অস্ট্রেলিয়া

৮৯.৬

শন পোলক, দক্ষিণ আফ্রিকা

৮৪.৯

সাকিব আল হাসান, বাংলাদেশ

৮৪.২

জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা

৮৩.৯

রবিচন্দ্রন অশ্বিন, ভারত

৮৩.৯

প্যাট কমিন্স, অস্ট্রেলিয়া

৮৩.৩

১০

শেন ওয়ার্ন, অস্ট্রেলিয়া

৮১.০২

ওয়ানডে ক্রিকেটের সেরা ১০

নম্বর

নাম

রেটিং পয়েন্ট

অ্যান্ড্রু ফ্লিনটফ, ইংল্যান্ড

২১.৩

সাকিব আল হাসান, বাংলাদেশ

২০.৮

গ্লেন ম্যাকগ্রা, অস্ট্রেলিয়া

২০.৬

এবি ডি ভিলিয়ার্স, দক্ষিণ আফ্রিকা

২০.৪

কেন উইলিয়ামস, নিউজিল্যান্ড

১৯.১

বিরাট কোহলি, ভারত

১৮.৯

শন পোলক, দক্ষিণ আফ্রিকা

১৭.১

হাশিম আমলা, দক্ষিণ আফ্রিকা

১৭.১

নাথান ব্র্যাকেন, অস্ট্রেলিয়া

১৭.০

১০

জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা

১৬.৯

টি-টোয়েন্টির সেরা ১০

নম্বর

নাম

রেটিং পয়েন্ট

রশিদ খান, আফগানিস্তান

৭.১

যশপ্রীত বুমরা, ভারত

৬.৭

ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়া

৬.২

সুনীল নারাইন, ওয়েস্ট ইন্ডিজ

৬.২

এবি ডি ভিলিয়ার্স, দক্ষিণ আফ্রিকা

৫.৭

ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ

৫.৬

এভিন লুইস, ওয়েস্ট ইন্ডিজ

৫.৫

লাসিথ মালিঙ্গা, শ্রীলঙ্কা

৫.২

ওয়াহাব রিয়াজ, পাকিস্তান

৫.০

১০

কুইন্টন ডি কক, দক্ষিণ আফ্রিকা

৫.০

আরও পড়ুন

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সাকিবের উপস্থিতিতে দলে প্রশান্তি আসে’ 
যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের
টিভিতে আজকের খেলা
যেসব ক্রিকেটারকে সেনাবাহিনীর ট্রেনিংয়ে পাঠাচ্ছে পাকিস্তান
X
Fresh