• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ম্যান সিটির গার্ড অব অনারের পর দাঁড়াতেই পারল না লিভারপুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ জুলাই ২০২০, ১২:১৭
Liverpool could not stand after the guard of honor of Man City
লিভারপুলকে ম্যান সিটির গার্ড অব অনার দেয়ার মুহুর্ত

দীর্ঘ ৩ যুগ পর শিরোপা জয়ী লিভারপুলকে গতরাতে ম্যাচ শুরুর গার্ড অব অনার দেয় ম্যানচেস্টার সিটি। এতক্ষণ পর্যন্ত ঠিকঠাক ছিল সব। তবে মাঠের খেলায় উড়ে যেতে হয়েছে লিভারপুলকে।

রেকর্ড সংখ্যক ম্যাচ হাতে রেখে লিগ চ্যাম্পিয়ন হবার পর গত কদিন ধরেই উদযাপন চলেছিল লিভারপুল শিবিরে। তবে এই ম্যাচে যে এমন ফলাফল হবে সেটা কে জানতো। যদিও ম্যান সিটি আর লিভারপুল মানে হাড্ডাহাড্ডি লড়াই। তবে সেটির ছিটেফোঁটাও দেখা যায়নি এই ম্যাচে। হারতে হয়েছে ৪-০ গোলের বড় ব্যবধানে।

ম্যাচ শুরুর ২৫ মিনিটের ডে ব্রুইনের স্পট কিকে এগিয়ে যায় ম্যান সিটি। এরপর ৩৫ মিনিটে ব্যবধান বাড়ে ২-০ তে। দ্বিতীয় গোল আসে স্টার্লিংয়ের কাছ থেকে।

লিভারপুল হয়তো ভেবেছিল প্রথমার্ধের বাকি সময়টা কোনোভাবে কাটিয়ে দেয়া যাবে কিন্তু সেটি আর হলো কই!। বিরতির বাঁশি বাজার খানিক আগে ২০ বছর বয়সী ইংলিশ মিড ফিল্ডার ফোডেনের নিখুঁত শটে ব্যবধান বাড়ে ৩-০ ।

বিরতির পর দুই দলেরই আক্রমণ, পালটা আক্রমণ। তবে সফল হতে পারেনি চ্যাম্পিয়নরা। উল্টো গোল খেলে বসে ৬৬ মিনিটের সময়। বদলি খেলোয়াড় অ্যালেক্সের পায়ে লেগে ব্যবধান হয় ৪-০।

বাকিটা সময় গোলের দেখা পায়নি কোনো দল। তাতে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh