• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্ট সামলাবেন স্টোকস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২০, ২০:২৩
Stokes will handle the first Test against the Caribbean
ছবি- ইংল্যান্ড ক্রিকেট

করোনা মহামারীর মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড। আগামী ৮ জুলাই থেকে সাউদাম্পটনে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

এরিমধ্যে ৩০ সদস্যের প্রাথমিক দল নেমেছে অনুশীলনে। দলের সঙ্গে আছেন টেস্ট দলের নিয়মিত অধিনায়ক জো রুট। তবে আগামীকাল বুধবার দল ছাড়তে হচ্ছে তাকে।

রুট দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন তাই স্ত্রীর পাশে থাকতে এমন সিদ্ধান্ত তার। রুটের পরিবর্তে সিরিজের প্রথম টেস্টে নেতৃত্ব দেবেন দলের অন্যতম খেলোয়াড় বেন স্টোকস।

বলা যায় স্টোকস তার সেরা সময়ে আছেন। ইংলিশদের প্রথমবারের মতো বিশ্বকাপ জিতিয়েছেন, জিতিয়েছেন অ্যাশেজ। তাই তার উপর ভরসা করতেই পারে থ্রি-লায়ন্সরা।

যদিও গত জুলাইতে রুটের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয় স্টোকসকে। তাই রুটও স্টোকসের উপর ভরসা রাখছেন বলে জানিয়েছেন কদিন আগে। এদিকে প্রথম টেস্টে স্টোকসের সঙ্গে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন জস বাটলার।

আগামীকাল বুধবার অনুশীলন ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড। ৩০ সদস্যের প্রাথমিক দলে থাকা খেলোয়াড়দের দুই ভাগে ভাগ করে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
ইনিংস হারের দ্বারপ্রান্তে ওয়েস্ট ইন্ডিজ
X
Fresh