• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যে কারণে মনোবিদের স্মরণাপন্ন ব্রড

স্পোর্ট ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২০, ১০:৫৪
Rose Bowl Stadium stuart broad england vs west indies
স্টুয়ার্ট ব্রড

করোনার প্রভাবে স্থগিত হওয়ার পর চলতি মাসেই ফুটবল ফিরেছে ইংল্যান্ডে। দীর্ঘ চার মাসের বিরতির পর ক্রিকেট ফিরতে চলেছে দেশটিতে। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হতে চলেছে। তার আগে মনোবিদের স্মরণাপন্ন হচ্ছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড।

আগামী ৮ জুলাই সাউদাম্পটনের রোজবোলে ক্যারিবিয়ানদের বিপক্ষে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। করোনা পরবর্তী ক্রিকেটের নতুন নিয়ম নির্ধারণ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যেখানে উল্লেখ আছে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত শূন্য গ্যালারিতে খেলতে হবে ক্রিকেট। অর্থাৎ খেলা চললেও এখনই মাঠে প্রবেশ করতে পারবে না দর্শকরা।

দীর্ঘ বিরতির পর ২২ গজে ফেরার আগে একবার মনোবিদের কাছে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ব্রড।

৩৪ বছর বয়সী এই তারকা বোলার বলেন, ‘মাঠে আমাদের মনের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। দীর্ঘদিন দর্শকদের উল্লাসের সামনে ক্রিকেট খেলেছি। এবার থেকে সেই চিত্রটা পাল্টে যাচ্ছে। শূন্য গ্যালারিতে খেলা মানসিক দিক থেকেও বড় চ্যালেঞ্জ। স্বাভাবিকভাবে একজন ক্রিকেটারের কাছে এই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয়া বেশ কঠিন।’

১৩৮ টেস্টে ৪৮৫ উইকেট নেয়া ব্রড বলেন, এরইমধ্যে মনোবিদের দ্বারস্ত হয়েছি। মাঠে দর্শক না থাকায় যে কোনও ক্রিকেটার তার সেরাটা দেয়ার সময় ভেঙে পড়তে পারেন। সেটা কাটিয়ে উঠতেই মনোবিদের সঙ্গে আলোচনা চলছে।’

আরো পড়ুন: ইংল্যান্ড-উইন্ডিজ সিরিজ আমাদের সাহায্য করবে: আজহার

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh