• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ওয়েস্ট ইন্ডিজদের জার্সিতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২০, ১৪:১১
england vs west indies black lives matter
জেসন হোল্ডার

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের মধ্য দিয়ে করোনা পরবর্তী ক্রিকেট ফিরছে। আগামী ৮ জুলাই সাউদাম্পটনে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। এই ম্যাচে বর্ণবাদ বিরোধী আন্দোলনকে স্বাগত জানাতে ক্যারিবিয়ানদের জার্সিতে লেখা থাকবে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’।

গেল ২৫ মে যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে মৃত্যু হয় জর্জ ফ্লয়েড নামক এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির। এরপর উত্তাল হয় দেশটির রাজপথ। রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে। বর্ণ বিদ্বেষের শিকার হওয়া অনেকেই মুখ খুলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি ক্রীড়া বিশ্ব এতে একাত্মতা প্রকাশ করে।

এরই মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের খেলোয়াড়রা নিজেদের জার্সিতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লিখে খেলেছে। এবার আন্তর্জাতিক ক্রিকেটেও দেখা মিলবে এমন প্রতিবাদের।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজদের জার্সিতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লেখার বিষয়টি জানানো হয়েছে। এতে দলটির অধিনায়ক জেসন হোল্ডার জানিয়েছেন, ন্যায়বিচারের লড়াইয়ের সঙ্গে রয়েছে তার দল।