• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ইংল্যান্ড-উইন্ডিজ সিরিজ আমাদের সাহায্য করবে: আজহার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ জুন ২০২০, ২১:২৬
The England-Windies series will help us: Azhar
আজহার আলী

দলবলে ইংল্যান্ড সফরের উদ্দেশে রওয়ানা হয়েছে পাকিস্তান। রোববার সকালে ২০ সদস্যের দল রওয়ানা করেছে ৩টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য।

করোনার এই সময়ে পাকিস্তান ক্রিকেটের এই সফরে যাওয়া নিয়েও উঠেছে নানা কথা। সেসবের তোয়াক্কা তো করেইনি উল্টো দলের ৪ সদস্য হয়েছে করোনা আক্রান্ত।

সফর যখন করতেই হবে তখন এসব নিয়ে আর ভাবছেন না টেস্ট অধিনায়ক আজহার আলী। তার ভাবনায় এখন ইংলিশদের কীভাবে হারানো যায়।

আজহারের ভাবনায় তাই ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড টেস্ট সিরিজ। পাকিস্তান দল যখন কোয়ারেন্টিনে হোটেল বন্দী থাকবে তখন খেলতে নামবে দুই দল। এই সিরিজ তাই নিজেদের জন্য শিক্ষণীয় বলছেন আজহার।

‘টেস্ট সিরিজে যদি আমাদের ভালো করতে হয় সেক্ষেত্রে উইন্ডিজ-ইংল্যান্ড সিরিজের দিকে চোখ রাখতে হবে। এই সিরিজটা আমাদের সাহায্য করবে ভালো খেলতে।’

ইংল্যান্ডে খেলতে গেলেও পাকিস্তানের অনেক দর্শক আসেন খেলা দেখতে। এই সিরিজে থাকছে না কোনো দর্শক। আজহার মিস করবেন দর্শকদের।

‘আমি নই শুধু, আমরা সবাই মিস করব দর্শকদের। তবে মানিয়ে নিতে হবে আমাদের। আশা করছি টিভি পর্দায় সবাই খেলা দেখবে ও উপভোগ করবে।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে নতুন বোর্ড প্রধান পেল পাকিস্তান ক্রিকেট
X
Fresh